অনেক কমে কিনুন Redmi 12 থেকে Redmi Note 13 Pro 5G, Xiaomi Days সেলে লোভনীয় অফার

Avatar

Published on:

Xiaomi days sale on Flipkart discount offer on Redmi 12 5G Redmi note 13 pro 13c note 12 smartphones

ই-কমার্স সাইট Flipkart নিয়ে এল Xiaomi Fan Days Sale। এই সেলে Xiaomi Redmi-র জনপ্রিয় সব স্মার্টফোন কম দামে পাওয়া যাবে। সাথে ব্যাঙ্ক ও এক্সচেঞ্জ অফারও রয়েছে। তাই আপনি যদি একজন Redmi ফোনের ভক্ত হন তাহলে এই সুযোগ হাতছাড়া করবেন না। আসুন কোন কোন Redmi ফোন Xiaomi Fan Days সেলে সস্তায় পাওয়া যাচ্ছে দেখে নেওয়া যাক।

Flipkart Xiaomi Fan Days সেলে সস্তায় কিনুন Redmi ফোন

ফ্লিপকার্ট শাওমি ফ্যান ডেজ সেলে Redmi 12 5G ফোনের ৬ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ১১,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। এটি ২,০০০ টাকা প্রতিমাসে ইএমআই দিয়েও কেনা যাবে। এতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সহ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর রয়েছে।

আবার এই সেলে ২৩,৪৯৯ টাকায় পাওয়া যাবে Redmi Note 13 Pro 5G। এর ইএমআই শুরু হচ্ছে ২,৬১১ টাকা থেকে। এতে ২০০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সহ ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে।

Redmi Note 13 Pro+ স্মার্টফোনটি ৩,২৭৮ টাকা মাসিক কিস্তিতে কেনা যাবে। এর দাম ২৯,৪৯৯ টাকা। এই ডিভাইসে ১.৫কে কার্ভড ডিসপ্লে ও ২০০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা সেটআপ আছে।

এদিকে Flipkart Xiaomi Fan Days সেলে Redmi 13C, Redmi A2, Redmi 12, Redmi Note 12 ফোনগুলি যথাক্রমে ৭,৯৯৯ টাকায়, ৫,৪৯৯ টাকায়, ৮,৪৯৯ টাকায় ও ৯,৪৯৯ টাকায় পাওয়া যাবে।

সঙ্গে থাকুন ➥