Realme স্মার্টফোনে বিরক্তিকর বিজ্ঞাপন কিভাবে বন্ধ করবেন

স্মার্টফোনে বিজ্ঞাপন সবসময়ই আমাদের কাছে একটি বিরক্তির কারণ। তবে অতিরিক্ত লাভের আশায় স্মার্টফোন নির্মাতারা তাদের ডিভাইসগুলিতে বিজ্ঞাপন দেখিয়ে থাকে। Xiaomi -র দেখাদেখি রিয়েলমিও গতবছর থেকে…

স্মার্টফোনে বিজ্ঞাপন সবসময়ই আমাদের কাছে একটি বিরক্তির কারণ। তবে অতিরিক্ত লাভের আশায় স্মার্টফোন নির্মাতারা তাদের ডিভাইসগুলিতে বিজ্ঞাপন দেখিয়ে থাকে। Xiaomi -র দেখাদেখি রিয়েলমিও গতবছর থেকে তাদের ফোনে বিজ্ঞাপন দেখাতে শুরু করেছে। এই বিজ্ঞাপনগুলিকে ‘commercial content recommendation’ বলা হয়। যদিও আপনি চাইলে এই বিজ্ঞাপন বন্ধ করতে পারেন। আসুন জেনে নিই কিভাবে রিয়েলমি স্মার্টফোন বিজ্ঞাপন মুক্ত করা যায়। তবে মনে রাখবেন এরজন্য আপনার ফোনে লেটেস্ট ইউআই ভার্সন ইনস্টল থাকা চাই।

Realme ডিভাইসে কিভাবে বিজ্ঞাপন বন্ধ করবেন

– সর্বপ্রথম আপনার ফোনের ‘Setting’ অপশনে যান।

– এরপর ‘Additional Settings’ এর ওপর ক্লিক করুন।

– এখানে আপনি Get Recommendations অপশন দেখতে পাবেন, এর ওপর ট্যাপ করুন।

– এই অপশনটির টগল ডিজেবল করে দিন।

এবার আপনি দেখবেন আপনার ডিভাইসটি বিজ্ঞাপন মুক্ত হয়েছে।