Vivo V30 ও Vivo V30 Pro আজ Zeiss ক্যামেরা সহ ভারতে লঞ্চ হচ্ছে, দাম কত থাকবে

Avatar

Published on:

Vivo V30 Pro Series India Launch Today

ভিভোর দুটি দুর্দান্ত ক্যামেরা ফোন Vivo V30 এবং Vivo V30 Pro আজ ভারতে লঞ্চ হচ্ছে। দুটি স্মার্টফোনেই Zeiss ক্যামেরা সেন্সর রয়েছে। প্রসঙ্গত, এতদিন ভিভোর প্রিমিয়াম ফোনে Zeiss লেন্স থাকলেও মাঝারি বাজেটের স্মার্টফোনে প্রথমবারের মতো জেইস লেন্স দেওয়া হচ্ছে।

Vivo V30 ও Vivo V30 Pro আজ কখন লঞ্চ করে

ভিভো ভি৩০ সিরিজ ভারতে আজ অর্থাৎ ৭ মার্চ দুপুর ১২ টায় লঞ্চ হবে। লঞ্চ স্ট্রিমিং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখা যাবে।

Vivo V30 সিরিজের দাম

ভিভো ভি৩০ এর ৮ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলটি ৩৯,৯৯৯ টাকায় লঞ্চ হতে পারে, অন্যদিকে ভিভো ভি৩০ প্রো এর ৮ জিবি এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ৪৫,০০০ টাকায় আসতে পারে। ফোনটি ফ্লিপকার্ট এবং অন্যান্য রিটেল চ্যানেল থেকে বিক্রি করা হবে।

Vivo V30 এর স্পেসিফিকেশন

Vivo V30 ফোনে আছে ৬.৭৮ ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে, যার পিক্সেল রেজোলিউশন ২৮০০×১২৬০। এর ডিসপ্লে HDR10+ এবং ২৮০০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর সহ আসবে। এই ডিভাইসের পিছনে একটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি OIS ক্যামেরা পাওয়া যাবে। এছাড়াও ৫০ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল বোকেহ সেন্সর দেওয়া হবে। সেলফির জন্য রয়েছে ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফোনটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক আউট-অফ-দ্য-বক্স ফানটাচ ওএসে কাজ করবে।

Vivo V30 Pro এর স্পেসিফিকেশন

Vivo V30 Pro ডিভাইসের সামনে দেখা যাবে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ২৮০০ নিটস পিক ব্রাইটনেস সহ একটি ৬.৭৮-ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে। ফোনটিতে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০ প্রসেসর। ক্যামেরার কথা বললে, এই ফোনে ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স ৯২০ প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স ৮১৬ পোর্ট্রেট সেন্সর এবং ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স রয়েছে। সেলফির জন্য এই স্মার্টফোনে পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

সঙ্গে থাকুন ➥