Motorola Edge 50 Pro আগামী মাসেই বাজারে এন্ট্রি নিচ্ছে, কার্ভড ডিসপ্লে সহ থাকবে OIS ক্যামেরা

Avatar

Published on:

Motorola Edge 50 Pro Launch Date

Motorola India বর্তমানে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। যারমধ্যে আজ ব্র্যান্ডের পাবলিক রিলেশন টিম একটি টিজার ইমেজ শেয়ার করেছে। যেখানে, আগামী মাসে অর্থাৎ এপ্রিলে একটি লঞ্চ ইভেন্টের আয়োজন করা হবে বলে নিশ্চিত করা হয়েছে। মনে করা হচ্ছে, আসন্ন এই ইভেন্টে সম্ভবত বহুল চর্চিত Motorola Edge 50 Pro স্মার্টফোনটি উন্মোচন করা হবে।

ভারতে এপ্রিল মাসে লঞ্চ ইভেন্টের আয়োজন করার ঘোষণা করলো Motorola

মোটোরোলা -এর ঘোষণা অনুযায়ী, ভারতে ৩রা এপ্রিল একটি লঞ্চ ইভেন্টের আয়োজন করা হবে, যেখান একটি নতুন স্মার্টফোনের উপর থেকে পর্দা সরানো হবে৷ টিজার ইমেজে, “শিল্প এবং বুদ্ধিমত্তার সংমিশ্রণের সাক্ষী হতে তারিখটি মনে রাখুন” লেখাও দেখা গেছে। এছাড়া এই সংক্রান্ত আরও তথ্য এবং একটি ফর্ম্যাট ইনভিটিশন শীঘ্রই শেয়ার করা হবে বলেও জানানো হয়েছে৷ আসন্ন লঞ্চ ইভেন্টটি নয়া দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে।

জানিয়ে রাখি, লেনোভো মালিকানাধীন এই টেক ব্র্যান্ড খুব শীঘ্রই Motorola Edge 50 Pro নামের একটি স্মার্টফোন লঞ্চ করতে পারে বলে কানাঘুষো শোনা যাচ্ছিল। এই খবর প্রকাশ্যে আসার কিছু সময়ের মধ্যেই ফোনটির অফিসিয়াল (সম্ভবত) রেন্ডার অনলাইনে ফাঁস হয়। ফলে সম্ভাবনা আছে যে ৩রা এপ্রিলে অনুষ্ঠিত হতে চলা ইভেন্টে এই মডেলটিই আত্মপ্রকাশ করবে। এক্ষেত্রে আসন্ন Motorola Edge 50 Pro স্মার্টফোন Motorola X50 Ultra -এর রিব্র্যান্ডেড ভার্সন হিসাবে আসবে, যা এপ্রিল মাসে চীনে লঞ্চ হবে।

Motorola Edge 50 Pro স্মার্টফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন এবং ডিজাইন

সাম্প্রতিক একটি রিপোর্ট অনুযায়ী, মোটোরোলা ব্র্যান্ডের এই আসন্ন হ্যান্ডসেট – হোয়াইট, ব্ল্যাক এবং পার্পেল কালার অপশনের সাথে আত্মপ্রকাশ করবে। এটি ফৌক্স লেদার ব্যাক প্যানেল ফিনিশিং অফার করতে পারে।

Motorola Edge 50 Pro স্মার্টফোনে ১৬৫ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭-ইঞ্চি কার্ভড AMOLED ডিসপ্লে থাকবে। ভালো পারফরম্যান্স অফারের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর এবং অ্যাড্রেন ৭৪০ জিপিইউ ব্যবহার করা হবে, যার সাথে ৮ জিবি/১২ জিবি র‍্যাম সংযুক্ত থাকবে। ফটো ও ভিডিওগ্রাফির জন্য এতে – এফ/১.৪ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ১৩ মিমি সেন্সর সাইজের একটি আল্ট্রা-ওয়াইড শুটার + ৭৩ মিমি সেন্সর সাইজ ও ৬এক্স অপটিক্যাল জুম সমর্থিত একটি টেলিফোন লেন্স সমন্বিত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে।

দাবি করা হচ্ছে, প্রাইমারি রিয়ার ক্যামেরাটি OIS প্রযুক্তি এবং লেজার অটোফোকাস সমর্থন করবে। আর Motorola Edge 50 Pro ফোনে হয়তো ৪,৫০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি মিলবে, যা ১২৫ ওয়াট ওয়্যারড চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সমর্থন করবে।

সঙ্গে থাকুন ➥