‘বুমরাহ কি, ও সিরাজের সাথেও‌ তুলনার যোগ্য নয়’ পাকিস্তানের স্টার পেসারকে চরম ট্রোল ভাজ্জির

Avatar

Published on:

Harbhajan Singh said Mohammed Siraj is far better than Shaheen Shah Afridi ahead of T20 wc 2024

দেশভাগের পর থেকে ভারত এবং পাকিস্তান এই দুই দেশের মধ্যে প্রতিদ্বন্দ্বীতা লেগেই রয়েছে। সে ক্রিকেটেই হোক বা অন্য কিছুতেই হোক। প্রথমেই সকলকে মনে করিয়ে দিই আবারও দেড় মাস পর তথা ৯ জুন আসন্ন টি-২০ বিশ্বকাপে (ICC T20 World Cup 2024) মুখোমুখি হবে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ (India vs Pakistan)। ওই ম্যাচ দেখার জন্য এখন থেকেই মুখিয়ে রয়েছেন ভক্তরা। কিন্তু তার আগেই অনেক ক্রিকেট বিশেষজ্ঞ ওই ম্যাচকে ঘিরে নিজের নিজের মতামত জানাচ্ছেন।

সম্প্রতি এক কথোপকথনের মাঝে পাকিস্তানি বোলার শাহীন শাহ আফ্রিদির (Shaheen Shah Afridi) সাথে ভারতীয় পেসার মহম্মদ সিরাজের (Mohammed Siraj) তুলনা করেন প্রাক্তন ভারতীয় কিংবদন্তি হরভজন সিং (Harbhajan Singh)। এমনকি সেই কথোপকথনে তাকে জানতে চাওয়া হয়েছিল জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) সম্পর্কে। সেখানে তিনি বুমরাহকে ছেড়ে সিরাজকে বর্তমান দিনে শাহীন শাহ আফ্রিদির আগে ধরেন।

সম্প্রতি একটি কথোপকথনে ভাজ্জিকে প্রশ্ন করা হয়েছিল, ‘কে বেশি ভালো, শাহীন শাহ আফ্রিদি নাকি জসপ্রীত বুমরাহ!’ উত্তরে ভাজ্জি বলেন, “অবশ্যই বুমরাহ, বুমরাহ-র সাথে কারোর তুলনা হয় না। বুমরাহ কোথায় আর শাহীন কোথায়! বুমরাহ-র সাথে লড়তে শুধুমাত্র বুমরাহই পারে। তার সমানে লড়ার মতো কোনো বোলার নেই।” বর্তমান দিনে বুমরাহ টেস্ট র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন এবং ওডিআইতেও পঞ্চম স্থানে রয়েছেন তিনি।

এছাড়া ভাজ্জি ওই কথোপকথনের সময় সিরাজের প্রসঙ্গ টেনে বলেন, “শাহীন শাহ আফ্রিদি যদি সিরাজের থেকে ভালো বল করে দেয়, তাহলে আমি মেনে নেব।” এছাড়া তিনি আরও যোগ করেন, “শাহীন ভালো বোলার, আমি অস্বীকার করছি না। কিন্তু র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে দেখলে হবে না। কিন্তু সফলতা তাকেই বলে, যেটা আপনি ১০ থেকে ১২ বছর পর বোঝা যাবে। আজকের দিনে যদি আমি দুইজনের তুলনা করি। তাহলে সিরাজ শাহীনের থেকে অনেক ভালো।”

সঙ্গে থাকুন ➥