Oppo ব্যবহার করেন? সংস্থার এই ফোনগুলিতে কিন্তু Android 15 আপডেট আসবে না

স্মার্টফোনের জন্য গুগলের নতুন অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ১৫ বর্তমানে ডেভেলপমেন্টের ফাইনাল স্টেজে পৌঁছে গিয়েছে বলা যায়। পাবলিক রিলিজের আগে ইতিমধ্যেই ডেভেলপার ও টেস্টারদের জন্য এই…

স্মার্টফোনের জন্য গুগলের নতুন অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ১৫ বর্তমানে ডেভেলপমেন্টের ফাইনাল স্টেজে পৌঁছে গিয়েছে বলা যায়। পাবলিক রিলিজের আগে ইতিমধ্যেই ডেভেলপার ও টেস্টারদের জন্য এই সফটওয়্যারটির আর্লি ভার্সন রিলিজ করেছে গুগল। সেই ব্র্যান্ডগুলির মধ্যে ওপ্পো অন্যতম, যারা স্টেবেল রিলিজের আগে ব্যবহারকারীদের বিটা প্রোগ্রামের মাধ্যমে অ্যান্ড্রয়েড ১৫ ভার্সনের আর্লি বিল্ড ইন্সটল করার সুযোগ দিচ্ছে।

অ্যান্ড্রয়েড ১৫ বিটা সংস্করণের জন্য ওপ্পো ফাইন্ড এন৩ ফোল্ডেবল স্মার্টফোনকে নির্বাচিত করা হলেও, আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরও মডেলে এই সুবিধা মিলবে বলে আশা করা যায়। অ্যান্ড্রয়েড ১৫ নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ আপগ্রেড হতে চলেছে। তবে দুঃখের বিষয় হল, ওপ্পোর অনেক ফোন এই আপডেট পাবে না। একটি টেক পোর্টালের প্রতিবেদন সেগুলির লিস্ট প্রকাশ করা হয়েছে। চলুন দেখে নিই সেই তালিকায় কোন কোন হ্যান্ডসেটের নাম আছে।

যে সমস্ত ওপ্পো ফোন অ্যান্ড্রয়েড ১৫ আপডেট পাবে না

ওপ্পো ফাইন্ড সিরিজ

ওপ্পো ফাইন্ড এক্স৫ লাইট
ওপ্পো ফাইন্ড এন
ওপ্পো ফাইন্ড এক্স৩
ওপ্পো ফাইন্ড এক্স৩ প্রো
ওপ্পো ফাইন্ড এক্স৩ লাইট
ওপ্পো ফাইন্ড সিরিজের অন্যান্য পুরনো মডেল

ওপ্পো রেনো সিরিজ

ওপ্পো রেনো ৮
ওপ্পো রেনো ৮ ৪জি
ওপ্পো রেনো ৮ জেড
ওপ্পো রেনো ৮ লাইট
ওপ্পো রেনো ৮ প্রো
ওপ্পো রেনো ৮ প্রো+
ওপ্পো রেনো ৭
ওপ্পো রেনো ৭ ৫জি
ওপ্পো রেনো ৭ লাইট
ওপ্পো রেনো ৭ জেড ৫জি
ওপ্পো রেনো ৭ প্রো
ওপ্পো রেনো ৭ এসই ৫জি
ওপ্পো রেনো সিরিজের অন্যান্য পুরনো ফোন

ওপ্পো কে সিরিজ

ওপ্পো কে১০
ওপ্পো কে১০ ৫জি
ওপ্পো কে১০এক্স
ওপ্পো কে১০ প্রো
পুরনো ওপ্পো কে সিরিজের ফোন

ওপ্পো এফ সিরিজ

ওপ্পো এফ২১ প্রো
ওপ্পো এফ২১ প্রো ৫জি
ওপ্পো এফ সিরিজের অন্যান্য ফোন

ওপ্পো এ সিরিজ

ওপ্পো এ৭৮
ওপ্পো এ৭৭এস
ওপ্পো এ৫৮এক্স
ওপ্পো এ৫৬
ওপ্পো এ১৭
ওপ্পো এ১৭কে
ওপ্পো এ১
ওপ্পো এ১এক্স
ওপ্পো এ১ প্রো

এছাড়া, ওপ্পো এ সিরিজের যে সব মডেল অ্যান্ড্রয়েড ১২ বা তার পুরনো ভার্সনে চলছে। উল্লেখ্য, অ্যান্ড্রয়েড ১৫ পাবে না এমন ফোনগুলির লিস্ট ওপ্পো এখনও অফিশিয়ালি প্রকাশ করেনি। আগের রোলআউটের উপর ভিত্তি করে কোম্পানির সফটওয়্যার আপডেট পলিসি বিশ্লেষণ করে গিজমোচিনার তরফে এই তালিকা বানানো হয়েছে।