এদিন টেলিযোগাযোগ বিভাগ (DoT) এক লাখের বেশি ভুয়ো SMS টেমপ্লেট কালো তালিকাভুক্ত করল। গত অক্টোবরে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (ট্রাই) দ্বারা, ভুয়ো বার্তা এবং অবাঞ্ছিত যোগাযোগ সম্পর্কিত নতুন নিয়মের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্তমূলক পদক্ষেপটি নিয়েছে টেলিকম দফতর। পাশাপাশি মোবাইল ব্যবহারকারীদের কেন্দ্রের সঞ্চার সাথী পোর্টালে কোনও সন্দেহজনক SMS পেলে, তা রিপোর্ট করার জন্য অনুরোধ করা হয়েছে।
এই SMS টেমপ্লেটগুলির বিরুদ্ধে পদক্ষেপের বিশদ বিবরণ টেলিকম বিভাগ তাদের অফিসিয়াল X হ্যান্ডেলে শেয়ার করেছে। সাম্প্রতিক পোস্টে, মোবাইল ব্যবহারকারীদের সতর্ক করেছে টেলিকম দফতর। গ্রাহকদের জানানো হয়েছে কোনও বৈধ ব্যাঙ্ক বা সরকারী সংস্থা SMS- এর মাধ্যমে আপনার ব্যক্তিগত তথ্যের জন্য অনুরোধ করবে না। যদি আপনি এই ধরনের একটি মেসেজ পান, তাহলে সঞ্চার সাথী পোর্টালে অবিলম্বে রিপোর্ট করুন।
ব্যবহারকারীদের কোথায় সতর্ক থাকা উচিত, তা ব্যাখ্যা করার জন্য টেলিকম বিভাগ একটি SBI ব্যাঙ্কের ভুয়ো SMS-এর একটি স্ক্রিনশটও শেয়ার করেছে। উল্লেখ্য, জালিয়াতির ক্রমবর্ধমান ঘটনাগুলি রোধ করার জন্য, টেলিকম নিয়ন্ত্রক এবং টেলিকম দফতর উভয়ই নতুন নির্দেশিকা জারি করেছে। টেলিকম অপারেটরদের এখন নেটওয়ার্ক স্তরে এই ধরনের কন্টাক্টগুলি ব্লক করার জন্য বাধ্যতামূলক করা হয়েছে।
এছাড়াও, সমস্ত টেলিমার্কেটিং সংস্থাগুলি আদৌ তাদের SMS-গুলি ব্যবহারকারীদের কাছে কোনও সমস্যা ছাড়া পাঠাচ্ছে কিনা তা নিশ্চিত করতে একটি সাদা তালিকায় নিবন্ধন করতে বলা হয়েছে। মেসেজ ট্রেসেবিলিটির জন্য নিয়মটি কার্যকর করেছে ট্রাই। তাছাড়া সম্প্রতি, ভুয়ো কল প্রতিরোধে ব্যর্থতার জন্য টেলিকম অপারেটরদের কোটি টাকার মোটা জরিমানা আরোপ করেছে ট্রাই। ইতিমধ্যে, মোট জরিমানা আদায় করা হয়েছে 142 কোটি টাকা।