টেলিকম

আজ রিচার্জ করলে 31 ডিসেম্বর 2025 পর্যন্ত নিশ্চিন্ত, আনলিমিটেড কল ও ইন্টারনেটের মজা এই দুই প্ল্যানে

Updated on:

Jio best two Annual Recharge Plan with 365 days validity get unlimited data and calling benefits

Reliance Jio নতুন বছর উপলক্ষে 2025 টাকার এবং 601 টাকার প্ল্যান সহ বেশ কয়েকটি দীর্ঘ মেয়াদী রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে। এছাড়াও পুরো বছরের জন্য সংস্থার পোর্টফোলিওতে আরও দুটি সস্তা প্ল্যান রয়েছে, যেখানে আনলিমিটেড কলিং, ইন্টারনেট ডেটা এবং বিনামূল্যে এসএমএস সহ বিভিন্ন সুবিধা পাওয়া যায়। Jio-র এই প্ল্যান দুটি যারা 1 জানুয়ারি রিচার্জ করবেন তারা 31 ডিসেম্বর 2025 পর্যন্ত নিশ্চিন্তে উপরে উল্লেখিত বেনিফিট উপভোগ করবেন। অর্থাৎ মাসে মাসে বা কিছুদিন পর পর রিচার্জের ঝামেলা থাকবে না।

Jio-র 3599 টাকার রিচার্জ

জিও-র এই রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি 365 দিন। এই প্ল্যানে উপলব্ধ সুবিধাগুলির কথা বললে, এখানে 365 দিনের জন্য ভারত জুড়ে সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাওয়া যাবে। আবার ইন্টারনেট ব্যবহারের জন্য এতে রোজ 2.5 জিবি ডেটা দেওয়া হয়। ফলে ব্যবহারকারীরা মোট 912.5 জিবি ডেটা পাবেন। এছাড়াও রয়েছে দৈনিক 100 টি ফ্রি এসএমএসের সুবিধা।

WhatsApp Community Join Now

Jio-র 3999 টাকার প্ল্যান

জিওর এই প্ল্যানেরও ভ্যালিডিটি 365 দিন। এখানে গ্রাহকরা যে কোনও নম্বরে আনলিমিটেড কলিং ও প্রতিদিন 2.5 জিবি হাই স্পিড ডেটা পাবেন। অর্থাৎ গ্রাহকরা 912.5 জিবি ডেটা উপভোগ করতে পারবেন। এছাড়াও রোজ 100 টি ফ্রি এসএমএস এর সুবিধা রয়েছে। এই প্ল্যানে এক বছরের জন্য ফ্যানকোডের ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যাবে।

এছাড়া জিওর উভয় প্ল্যানে অতিরিক্ত সুবিধা হিসেবে জিও টিভি, জিও সিনেমা ও জিও ক্লাউডের সাবস্ক্রিপশন পাওয়া যাবে। আবার রয়েছে আনলিমিটেড 5G ডেটার সুবিধা। অর্থাৎ আপনি যদি জিওর 5G অঞ্চলের বাসিন্দা হন এবং আপনার কাছে 5G ফোন থাকে তাহলে আপনি এই সুবিধা পাবেন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন