রেডমির নতুন স্মার্টফোন Redmi Turbo 4 আগামীকাল অর্থাৎ 2 জানুয়ারি চীনে লঞ্চ হতে চলেছে। তবে তার আগেই এর অনেক স্পেসিফিকেশন সামনে এসেছে। জানা গেছে এটি মিডিয়াটেকের অক্টা-কোর ডাইমেনসিটি 8400-আল্ট্রা চিপসেটের সাথে লঞ্চ হওয়া প্রথম স্মার্টফোন হবে। আসন্ন ডিভাইসের ডিজাইন ও কালার অপশন ইতিমধ্যেই ফাঁস হয়েছে। আজ আবার Redmi Turbo 4 এর ব্যাটারি ও বিল্ড কোয়ালিটি টিজ করেছে সংস্থাটি। এই ফোনে পাওয়ারফুল ব্যাটারি ও IP69 রেটিং থাকবে। আর এর ক্যামেরা ডিজাইন আইফোন 16-এর মতো হবে। রিপোর্ট অনুযায়ী, এটি পোকো X7 প্রো নামে গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে।
Redmi Turbo 4 এর বেসিক স্পেসিফিকেশন (সম্ভাব্য)
চীনের সোশ্যাল মিডিয়া সাইট ওয়েইবোতে রেডমি জানিয়েছে, রেডমি টার্বো 4 মডেলে থাকবে 6550mAh ব্যাটারি। আবার আরেকটি পোস্টে সংস্থাটি জানিয়েছে, ধুলো-জল থেকে সুরক্ষা দিতে ফোনটি IP66, IP68 এবং IP69 রেটিংয়ের সঙ্গে আসবে। রেডমি আগেই নিশ্চিত করেছিল যে এটি ‘লাকি ক্লাউড হোয়াইট’ কালার অপশনে লঞ্চ হবে। আবার রেডমি টার্বো 4 স্মার্টফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 8400 আল্ট্রা চিপসেট থাকবে এবং ফটোগ্রাফির জন্য OIS সাপোর্ট সহ 1/1.5-ইঞ্চি 50-মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা পাওয়া যাবে।
সাম্প্রতিক গিকবেঞ্চ লিস্টিং নিশ্চিত করেছে যে রেডমি টার্বো 4 সম্ভবত অ্যান্ড্রয়েড 15-ভিত্তিক হাইপারওএস 2.0 কাস্টম স্কিনে চলবে এবং এটি 16 জিবি পর্যন্ত র্যাম ও 512 জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ সহ আসবে। সম্প্রতি আবার টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন রেডমি টার্বো 4 এর ছবি ফাঁস করে জানিয়েছিল যে এটি তিনটি কালারে পাওয়া যাবে – ব্ল্যাক, হোয়াইট এবং ব্লু।
Redmi Turbo 4 এর অন্যান্য বিশেষ ফিচার
Redmi Turbo 4 ফোনে 120Hz রিফ্রেশ রেট, 3200 নিটস পিক ব্রাইটনেস লেভেল, HDR10+ সাপোর্ট এবং কর্নিং গরিলা গ্লাস 7i প্রোটেকশন সহ 6.67-ইঞ্চি 1.5K OLED ডিসপ্লে থাকবে। এতে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাবে, যাতে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল সেন্সর থাকতে পারে। সেলফির জন্য এর সামনে 20 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে। এতে 90W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে।