মোবাইল

আজ থেকে শুরু সেল, ফের দাম কমলো Realme P1 5G ফোনের, ভেজা হাতেও টাচ কাজ করবে

Published on:

Realme p1 5g discount offer rs 3000 for limited time 8 to 12 January on Flipkart

আজ অর্থাৎ 8 জানুয়ারি থেকে 12 জানুয়ারি পর্যন্ত বিশেষ ছাড়ে বিক্রি হবে রিয়েলমির জনপ্রিয় স্মার্টফোন Realme P1 5G। সীমিত সময়ের এই সেলে সবচেয়ে কম দামে কেনা যাবে সেগমেন্টের দ্রুততম চিপসেটের এই ফোনটি। পাওয়ারফুল প্রসেসরের পাশাপাশি Realme P1 5G রেইন ওয়াটার টাচ ফিচার সহ এসেছে, ফলে ব্যবহারকারীরা ভেজা হাতে বা বৃষ্টিতেও এর টাচ স্ক্রিন ব্যবহার করতে পারবেন।

সবচেয়ে কম দামে Realme P1 5G কেনার সুযোগ

রিয়েলমি P1 5G এর লিমিটেড টাইম সেল শুরু হবে 8 জানুয়ারি, রাত 12টা থেকে। এই সেলের অফারগুলি realme.com ও Flipkart.in ওয়েবসাইটে পাওয়া যাবে। সেলে এর 6 জিবি + 128 জিবি এবং 8 জিবি + 128 জিবি ভ্যারিয়েন্ট 2,000 টাকা ব্যাঙ্ক অফারের সাথে যথাক্রমে 12,999 টাকায় এবং 13,999 টাকায় কেনা যাবে।

WhatsApp Community Join Now

উল্লেখ্য, রিয়েলমি P1 5G এর 6 জিবি র‌্যাম ও 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের আসল দাম 15,999 টাকা এবং 8 জিবি র‌্যাম ও 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের আসল দাম 18,999 টাকা্। স্মার্টফোনটি ফিনিক্স রেড এবং পিকক গ্রিন কালারে পাওয়া যাবে।

রিয়েলমি P1 5G এর ফিচার

রিয়েলমি P1 5G ডিভাইসে আছে 6.67 ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট এবং 2,000 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। এতে পারফরম্যান্সের জন্য মিডিয়াটেক ডাইমেনসিটি 7050 প্রসেসর ব্যবহার করা হয়েছে। রিয়েলমি P1 5G আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ এসেছে।

ফটোগ্রাফির জন্য এর পিছনে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 45W SuperVOOC চার্জিং সাপোর্ট সহ 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন