টেলিকম সংস্থাগুলি গ্রাহকদের প্রলুব্ধ করার জন্য অনেক সুবিধা দিয়ে থাকে। যেমন জিও এবং ভোডাফোন-আইডিয়া (Vi) এই মুহূর্তে তাদের গ্রাহকদের কোনো অতিরিক্ত খরচ ছাড়াই 50 জিবি পর্যন্ত অতিরিক্ত ডেটা দিচ্ছে। এই অফার বিশেষ কিছু রিচার্জ প্ল্যানের সাথে পাওয়া যাচ্ছে। আর এই প্ল্যানগুলি প্রতিদিন 2 জিবি পর্যন্ত ডেটা অফার করে। গ্রাহকরা এখানে 365 দিন পর্যন্ত ভ্যালিডিটি পাবেন। সাথে রয়েছে আনলিমিটেড কলিং এবং এসএমএস এর সুবিধা।
জিও 749 টাকার প্ল্যান
জিওর এই প্ল্যানের ভ্যালিডিটি 72 দিন। এখানে প্রতিদিন 2 জিবি করে ডেটা পাওয়া যাবে। সাথে 20 জিবি এক্সট্রা ডেটা অফার করছে সংস্থা। ব্যবহারকারীরা আনলিমিটেড 5G ডেটাও পাবেন। আবার রোজ 100 টি এসএমএস এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা রয়েছে। এই প্ল্যানে জিও সিনেমার বিনামূল্যে সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে।
জিও 899 টাকার প্ল্যান
এই জিও প্ল্যানের ভ্যালিডিটি 90 দিন। এখানে প্রত্যহ 2 জিবি করে ডেটা পাওয়া যাবে। সাথে বাড়তি ডেটাও দেওয়া হবে। আবার আনলিমিটেড 5G ডেটা উপভোগ করা যাবে। এই প্ল্যানে প্রতিদিন 100 টি ফ্রি এসএমএস এবং দেশের সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের সুবিধা দেওয়া হয়। এই প্ল্যানে আপনি বিনামূল্যে জিও সিনেমার অ্যাক্সেসও পাবেন।
ভোডাফোন-আইডিয়া 1749 টাকার প্ল্যান
ভোডাফোন আইডিয়ার এই প্ল্যানের ভ্যালিডিটি 180 দিন। এতে প্রতিদিন 1.5 জিবি ডেটা পাওয়া যাবে। এখানে কোনও অতিরিক্ত চার্জ ছাড়াই 45 দিনের জন্য আরও 30 জিবি ডেটা ফ্রি মিলবে। সাথে রোজ 100 টি এসএমএস এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাওয়া যাবে। বিঞ্জ অল নাইট এবং ডেটা ডিলাইটস এর সুবিধাও রয়েছে।
ভোডাফোন-আইডিয়া 3499 টাকার প্ল্যান
এই ভোডাফোন আইডিয়ার প্ল্যানের ভ্যালিডিটি 365 দিন। সাথে রোজ 1.5 জিবি করে ডেটা পাওয়া যাবে। এই প্ল্যানে কোম্পানি 90 দিনের জন্য 50 জিবি অতিরিক্ত ডেটাও অফার করছে। আবার আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 100 টি ফ্রি এসএমএস দেওয়া হয়। এছাড়া বিঞ্জ অল নাইট এবং ডেটা ডিলাইটস এর সুবিধাও রয়েছে।