টেলিকম

মিসড কল দিয়ে প্রতারণা, ভুলেও কলব্যাক নয়, 47 কোটি গ্রাহকদের সাবধান করল Jio

Published on:

Missed call scam jio warns 47 crore users do not receive these incoming call

দেশে জিও সিম ব্যবহারকারী সবথেকে বেশি। এই সিম কার্ড হোল্ডারদের টার্গেট করে শুরু হয়েছে আরও এক প্রতারণা। ফোনে অজানা নম্বর থেকে আসছে মিসড কল। কলব্যাক করলে সাইবার প্রতারণার খপ্পরে পড়তে পারেন বলে মনে করছেন সাইবার বিশেষজ্ঞরা। তাই কোটি কোটি ব্যবহারকারীদের সতর্ক করেছে জিও। সাইবার অপরাধীরা আন্তর্জাতিক নম্বর থেকে মিসড কল দিয়ে অজ্ঞাত ব্যক্তিদের প্রতারণা করছে।

লক্ষণীয় বিষয় হল, সরকার এবং টেলিকম কোম্পানি উভয়ই সাইবার জালিয়াতি মোকাবিলায় অক্লান্ত পরিশ্রম করছে। তবে অপরাধীরা তাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য ক্রমাগত নতুন কৌশল এনে চলেছে। তাই জিও তার 47 কোটির বেশি ব্যবহারকারীদের এই সাম্প্রতিক জালিয়াতির বিষয়ে সতর্ক করেছে।

WhatsApp Community Join Now

কীভাবে হয় এই প্রতারণা?

সাইবার অপরাধীরা সাধারণত তাদের টার্গেটদের মিসড কল দেয়। যখন কোনও ব্যবহারকারী কলব্যাক করেন, তখন তারা একটি ব্যয়বহুল প্রিমিয়াম পরিষেবার সাথে সংযুক্ত হন। কিছু ক্ষেত্রে, চার্জ প্রতি মিনিটে 100 টাকা বা তারও বেশি হতে পারে। কোনও সন্দেহ এড়াতে, এই জালিয়াতরা প্রায়শই বারবার মিসড কল করে। যদি আপনি কোনও আন্তর্জাতিক নম্বর থেকে কল পান, তবে এটি এড়িয়ে চলুন। অবিলম্বে ব্লক করে দিন সেই নম্বর। মনে রাখবেন, যদি কোনও নম্বর +91 দিয়ে শুরু না হয়, তবে এটি নির্দেশ করে, যে এটি একটি আন্তর্জাতিক কল।

সম্প্রতি জিও তার ব্যবহারকারীদের কাছে এই জালিয়াতি সম্পর্কে বিস্তারিত ইমেলও পাঠিয়েছে। ইমেলে, জিও সতর্ক করেছে যে, স্ক্যামাররা আন্তর্জাতিক নম্বর থেকে মিসড কলের মাধ্যমে ব্যক্তিদের টার্গেট করছে। যদি আপনি এই ধরনের কল পান, তাহলে ভুল করেও কলব্যাক করবেন না। কোম্পানিটি বিশেষ করে এই মিসড কলগুলির সাথে সম্পর্কিত প্রিমিয়াম রেট সার্ভিস স্ক্যাম সম্পর্কে সতর্ক করেছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন