অটোকার

পালসারকে টেক্কা দিতে লঞ্চ হল নতুন Suzuki Gixxer 250, এক নজরে বাইকের খুঁটিনাটি

Published on:

2025-suzuki-gixxer-250-launched-in-india-price-rs-1-98 lakh

গাড়ি থেকে নির্গত দূষিত ধোঁয়ার পরিমাণ নিয়ন্ত্ৰণে রাখত পাঁচ বছর আগে BS6 নীতি চালু করেছিল কেন্দ্রীয় সরকার। বর্তমানে নতুন বিক্রি হওয়া ইঞ্জিন চালিত সমস্ত যানবাহনকে এই নিয়ম মানতে হয়। এখন এই নীতির দ্বিতীয় পর্যায় চলছে যার নাম অন-বোর্ড ডায়াগনস্টিক বা (OBD II)। নতুন বছর শুরু হতেই এই নিয়ম মেনে তাদের সমস্ত মোটরসাইকেল আপডেট করছে জাপানি টু-হুইলার জায়েন্ট সুজুকি। সংস্থা গতকাল নতুন Suzuki Gixxer 250 লঞ্চ করেছে ভারতে।

2025 Suzuki Gixxer 250 ভারতে লঞ্চ হল

2025 Suzuki Gixxer 250 এখন OBD 2 কমপ্লায়েন্ট৷ মোটরসাইকেলটি কিনতে এখন খরচ হবে 1,98,000 টাকা (এক্স-শোরুম)। ইতিমধ্যেই বুকিং শুরু হয়েছে। এবং ডেলিভারিও শীঘ্রই শুরু হবে বলে আশা করা যায়।এ তবে নতুন নির্গমন বিধি ছাড়া বাইকে আর কোনও আপগ্রেড যুক্ত হয়নি। ডিজাইন আগের মতই রয়েছে। এতে ফ্ল্যাট এলইডি হেডলাইট, পেশীবহুল ফুয়েল ট্যাঙ্ক এবং ট্যাঙ্ক এক্সটেনশন আছে।

WhatsApp Community Join Now

সুজুকি ভারতে তিনটি রঙে Gixxer 250 বিক্রি করছে – মেটালিক ম্যাট ব্ল্যাক নং 2, মেটালিক ম্যাট বোর্ডো রেড এবং পার্ল গ্লেসিয়ার হোয়াইট। হাই-পারফরম্যান্সের জন্য বাইকটিতে 249 সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। পাওয়ারট্রেনটি 9,500 আরপিএম গতিতে 26.5 বিএইচপি এবং 7,500 আরপিএম গতিতে 22.2 এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। ইঞ্জিনটি ছয় গতির গিয়ারবক্সের সাথে যুক্ত।

সুজুকি জিক্সার 250-এর বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে এলসিডি কনসোল সহ স্মার্টফোন কানেক্টিভিটি সিস্টেম, ডুয়াল-চ্যানেল এবিএস এবং এলইডি লাইটিং। হার্ডওয়্যার সেটআপও অপরিবর্তিত রয়েছে। বাইকে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক, মনোশক সাসপেনশন, সামনে এবং পিছনে ডিস্ক ব্রেক এবং অ্যালয় হুইল বর্তমান।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন