মিড রেঞ্জ সেগমেন্টে দুর্দান্ত ফিচারের একাধিক ফোন রয়েছে। তাই আপনি যদি এই রেঞ্জে নতুন কোনো স্মার্টফোন কিনতে চান তাহলে বিকল্পের অভাব নেই। তবে বিকল্প বেশি থাকায় কোনটি সবচেয়ে সেরা সেই নিয়ে অনেকে ধন্ধে থাকেন। এই কারণে আমরা এই প্রতিবেদনে আমরা 40 হাজার টাকার কমে সেরা 10 ফোনের সন্ধান নিয়ে চলে এসেছি।
2025 সালে 40,000 টাকার মধ্যে সেরা স্মার্টফোন
যদি আপনার বাজেট 40,000 টাকা পর্যন্ত হয় এবং আপনি সেরা স্মার্টফোন কিনতে চান তবে মোটোরোলা থেকে স্যামসাং বা অপ্পো ফোন কিনতে পারেন। আসুন বিকল্পগুলি দেখে নেওয়া যাক।
Motorola Edge 50 Pro 5G
কার্ভড ডিসপ্লে সহ এই মোটোরোলা ফোনে IP68 রেটিং, স্ন্যাপড্রাগন 7 Gen 3 প্রসেসর এবং 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। এটি 30,999 টাকায় পাওয়া যাবে।
iQOO Neo 9 Pro
ভিভোর এই ডিভাইসে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 120W ফাস্ট চার্জিং সাপোর্ট এবং 5160mAh ব্যাটারি আছে। স্ন্যাপড্রাগন 8 Gen 2 প্রসেসরের সাথে আসা এই স্মার্টফোনের দাম 35,999 টাকা।
OnePlus 12R
এই ওয়ানপ্লাস স্মার্টফোনটি 39,999 টাকায় এখন কেনার জন্য উপলব্ধ। এতে আছে 50 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ এবং 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এতে 5500mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
Redmi Note 14 Pro+ 5G
শাওমির এই স্মার্টফোনে আছে 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। এতে 120Hz রিফ্রেশ রেট সহ 6.67-ইঞ্চি ডিসপ্লে এবং 6200mAh ব্যাটারি আছে। ডিভাইসটির দাম 30,999 টাকা।
Vivo T3 Ultra
সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ভিভোর এই স্মার্টফোনে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে এবং এটি মিডিয়াটেক ডাইমেনসিটি 9200 প্রসেসর দ্বারা চালিত। 5500mAh ব্যাটারি সহ এই ফোনটি 31,999 টাকায় কেনা যাবে।
Xiaomi 14 Civi
ক্যামেরার দিক থেকে, এই শাওমি স্মার্টফোনটি দুর্দান্ত এবং এতে 32 মেগাপিক্সেল + 32 মেগাপিক্সেল ডুয়াল সেলফি ক্যামেরা উপস্থিত। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন 8s জেন 3 প্রসেসর ব্যবহার করা হয়েছে এবং এতে 4700mAh ব্যাটারি রয়েছে। এই ফোনটি 38,999 টাকায় পাওয়া যাচ্ছে।
Realme GT 6T
শক্তিশালী গেমিং পারফরম্যান্সের জন্য এই ফোনে স্ন্যাপড্রাগন 7 প্লাস জেন 3 প্রসেসর রয়েছে এবং ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও সামনে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এই ডিভাইসটি 30,998 টাকায় কেনা যাবে।
Samsung Galaxy A55 5G
স্যামসাংয়ের এ সিরিজের এই স্মার্টফোনে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ উপস্থিত। এক্সিনস 1480 প্রসেসর সহ আসা ফোনটি 33,999 টাকায় বিক্রি হবে।
Vivo V40
কার্ভড ডিসপ্লে এবং শক্তিশালী ক্যামেরা সহ আসা এই Vivo ফোনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে এবং এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং 50 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা রয়েছে। বিশেষ অফারের কারণে এই ডিভাইসটি এখন 34,999 টাকায় পাওয়া যাচ্ছে।
Oppo Reno 12 Pro
অপ্পো রেনো লাইনআপের এই ফোনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং 50 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত। এই ডিভাইসে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এটি 31,500 টাকায় কেনা যাবে।