বিশ্বে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের সংখ্যা সবথেকে বেশি। তাই এখানে কোনও ত্রুটি দেখা দিলে তা মারাত্মক বিপদ ডেকে আনে। কারণ বর্তমানে মোবাইলেই সব তথ্য, ছবি ও ডকুমেন্ট সেভ রাখেন ইউজাররা। সম্প্রতি অ্যান্ড্রয়েড 12 থেকে 15 ভার্সনে নিরাপত্তা ত্রুটি চিহ্নিত করা হয়েছে। গুগল তার জানুয়ারির অ্যান্ড্রয়েড সিকিউরিটি বুলেটিনে গুরুত্বপূর্ণ দুর্বলতাগুলি প্রকাশ করেছে। এই ঝুঁকি থেকে রক্ষা করার জন্য দ্রুত ডিভাইসগুলি আপডেট করার অনুরোধ করেছে গুগল।
কী নিরাপত্তা দুর্বলতা রয়েছে?
6 জানুয়ারি, 2025 এ চালু হওয়া নিরাপত্তা আপডেটে অ্যান্ড্রয়েড সিস্টেমে 5টি গুরুতর ত্রুটি চিহ্নিত করা হয়েছে। এই দুর্বলতাগুলি হল :
CVE-2024-43096
CVE-2024-43770
CVE-2024-43771
CVE-2024-49747
CVE-2024-49748
এই ত্রুটির ফলে হ্যাকাররা ইউজারের অনুমতি ছাড়াই ডিভাইসগুলি নিয়ন্ত্রণ করতে পারে। পাশাপাশি এই দুর্বলতাগুলি প্যাচ না করা হলে, ডিভাইসগুলিতে সংরক্ষিত ব্যক্তিগত তথ্য ঝুঁকির মধ্যে পড়তে পারে। উল্লেখ্য, গুগল এখনও দুর্বলতার সঠিক বিবরণ প্রকাশ করেনি।
কীভাবে সাবধান থাকবেন?
প্রথম কাজ হল ফোনের সফটওয়্যার আপডেট করা। নতুন আপডেটে দুর্বলতাগুলি ঠিক করে দেওয়া হয়। পাশাপাশি ডিভাইসের কর্মক্ষমতাও উন্নত হয়। আপডেট করতে যত দেরি করবেন তত ঝুঁকি বাড়বে, জানিয়েছে গুগল। এই দুর্বলতা থেকে গেলে হ্যাকারদের কাজ আরও সহজ হয়ে যাবে। তাই ব্যক্তিগত ডেটা সুরক্ষিত রাখার জন্য ফোনের সেটিংসে গিয়ে নতুন সফটওয়্যার আপডেট করুন।