15 বছরে পা দিল Maruti Eeco, জন্মদিনেই 12 লক্ষ গাড়ি বিক্রির রেকর্ড!

ভারতের বাজারে ১৫ বছর পূর্ণ করল Maruti Suzuki Eeco। ২০১০ সালে প্রথম বাজারে আনা হয় এই মাইক্রোভ্যান। এখনও পর্যন্ত দেশে ১২ লক্ষের বেশি ইকো বিক্রি করেছে মারুতি সুজুকি। বর্তমানে, এই গাড়ি দু’রকম জ্বালানি বিকল্পে পাওয়া যায় – পেট্রল এবং পেট্রল-CNG। দেশের অন্যতম জনপ্রিয় ভ্যান হিসাবে পরিচিত এই গাড়ি।
গাড়ি প্রস্তুতকারক সংস্থাটি দাবি করেছে, যে ইকো-এর পেট্রল ভ্যারিয়েন্টের অবদান গাড়ির মোট বিক্রির ৫৭ শতাংশ। এবং, বাকি ৪৩ শতাংশ পেট্রল-সিএনজি ভ্যারিয়েন্ট। মারুতির দাবি, মাইক্রোভ্যানটি সারা দেশের গ্রামীণ বাজারে জনপ্রিয়। একই সাথে এটি ফ্লিট সেগমেন্টেও ব্যাপকভাবে বিক্রি হয়।
এই প্রসঙ্গে মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেডের মার্কেটিং এবং বিক্রয় বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার পার্থ ব্যানার্জি বলেন, “যে মারুতি সুজুকি ইকো গ্রামীণ এলাকায় সর্বাধিক বিক্রি হয়। ভারতের সবচেয়ে প্রিয় ভ্যান হিসেবে বিবেচিত। এটি কেবল শহুরে বাজারেই নয়, গ্রামীণ অঞ্চলেও তার দক্ষতা প্রমাণ করেছে, যা এর সামগ্রিক বিক্রয়ে উল্লেখযোগ্য ৬৩ শতাংশ অবদান রাখে৷”
গাড়ির স্পেসিফিকেশন
মারুতি সুজুকি ইকো মাইক্রোভ্যানটি ১.২ লিটার কে-সিরিজ ডুয়াল জেট, ডুয়াল ভিভিটি পেট্রল ইঞ্জিনের সাথে আসে। সঙ্গে রয়েছে পাঁচ-গতির ম্যানুয়াল গিয়ারবক্স। এই ইঞ্জিনটি ৬,০০০ আরপিএম-এ প্রায় ৭৯.৫ বিএইচপি শক্তি এবং ৩,০০০ আরপিএম-এ সর্বোচ্চ ১০৪.৪ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। মারুতি সুজুকি ইকোতে সিএনজি কিটও রয়েছে।
পেট্রল-সিএনজি দ্বি-জ্বালানি সংমিশ্রণ গাড়িটিকে ফ্লিট অপারেটরদের জন্য একটি ব্যবহারিক এবং সাশ্রয়ী মূল্যের বিকল্প করে তুলেছে। মারুতির দাবি, গাড়ির পেট্রল মডেলে মাইলেজ ২০.২০ কিমি প্রতি লিটার এবং সিএনজি মডেলের মাইলেজ ২৭.০৫ কিমি প্রতি কেজি। এই মুহূর্তে মারুতি সুজুকি ইকোর দাম ৫.৩২ লক্ষ টাকা থেকে ৬.৫৮ লক্ষ টাকা (এক্স-শোরুম)।