অটোকার

অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ভারতে আসছে ইয়ামাহার নতুন 250 সিসি বাইক

Published on:

yamaha lander 250 india showcase bharat mobility global expo

ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো আগামীকাল দিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে। এই গাড়ি মেলায় অংশ নিচ্ছে টু-হুইলার ব্র্যান্ড থেকে শুরু করে প্যাসেঞ্জার ভেহিকেল নির্মাতারা। পর্দা উঠবে বিভিন্ন নতুন মডেলের উপর থেকে। ইয়ামাহা ঠিক সেই রকম পরিকল্পনা নিয়ে Lander 250 বাইকটি ভারতে নিয়ে এসেছে। এটি একটি অ্যাডভেঞ্চার মোটরসাইকেল যা বর্তমানে ব্রাজিলে বিক্রি হয়।

Yamaha Lander 250 আগামীকাল উন্মোচিত হবে

Yamaha Lander 250 কাল ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো-তে আত্মপ্রকাশ করবে। তবে এটি এদেশে ঠিক কবে লঞ্চ হবে তা এখনও অজানা। Yamaha FZ25-এ থাকা ২৪৯ সিসি, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এতে। ইঞ্জিনটি ২০.৫ বিএইচপি ক্ষমতা এবং ২০.৬ এনএম টর্ক উৎপাদন করতে সক্ষম। ইয়ামাহা ল্যান্ডার-এর লেটেস্ট ভার্সন দেখতে আরও বেশি আধুনিক।

WhatsApp Community Join Now

ডিজাইনের দিক থেকে একটি সাধারণ অ্যাডভেঞ্চার মোটরসাইকেলের তুলনায় ডুয়াল-স্পোর্ট বাইক বলে বেশি মনে হবে ইয়ামাহা ল্যান্ডার ২৫০-কে। অফ-রোডে চালানোর জন্য উপযুক্ত হার্ডওয়্যার রয়েছে এই বাইকে। সামনের টেলিস্কোপিক ফর্কের ট্রাভেল ২২০ মিমি, যেখানে মনোশক সাসপেনশনের ট্রাভেল ২০৪ মিমি। বাইকটি ডুয়াল পারপাস টায়ারে দৌড়য়। তবে মাটি থেকে সিটের ৮৭৫ মিমি উচ্চতা খাটো রাইডারদের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে।

ফিচার্সের দিক থেকে Yamaha Lander 250 সাদামাটা বলা চলে। স্মার্টফোন কানেক্টিভিটি সহ একটি এলসিডি ইন্সট্রুমেন্ট কনসোল এবং প্রয়োজনীয় ইলেকট্রনিক্স চার্জ করার জন্য ১২ ভোল্ট চার্জিং পয়েন্ট রয়েছে এতে। কম বিক্রির জন্য FZ25 ভারতে বন্ধ হয়ে গিয়েছিল। ল্যান্ডার-এর হাত ধরে ইয়ামাহা পুনরায় ২৫০ সিসি সেগমেন্টে ঢোকে কিনা সেটাই এখন দেখার।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন