Tata Motors-এর ফ্ল্যাগশিপ ইভি কনসেপ্ট, Avinya আজ ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো ২০২৫-এ নতুন অবতারে প্রদর্শিত হয়েছে। ২০২২ সালে এই চোখধাঁধানো বৈদ্যুতিক গাড়ি প্রথম প্রকাশ করেছিল ভারতীয় সংস্থাটি। সেটা ছিল সম্পূর্ণ কনসেপ্ট মডেল। আর এদিন যে গাড়িটি দেখানো হয়েছে সেটি প্রায় প্রোডাকশন মডেলের কাছাকাছি বলা চলে। Tata Avinya নতুন বডি স্টাইল এবং নতুন ইন্টেরিয়র ডিজাইনের সঙ্গে এসেছে।
ইন্টেরিয়র ও এক্সটেরিয়র
Avinya গাড়িটির অন্দরমহলে বিশেষ জোর দিয়েছে টাটা। দুর্দান্ত অভিজ্ঞতা পাওয়া যাবে ভিতরে। ডুয়াল টোন কেবিন থিম এবং সিট কেবিনের হাইলাইট। টাচ-সক্ষম বোতাম এবং কন্ট্রোল প্যানেলের ব্যাপক ব্যবহার সহ অন্দরমহলের স্টাইলিং খুব সুন্দর। কনসেপ্ট মডেলের মতো ড্রাইভারের ডিসপ্লে স্টিয়ারিং হুইলের উপর থাকছে।
তবে আধুনিক যুগের ইভি কনসেপ্টের মতো ভিতরে বেশি স্ক্রিন থাকছে না। ২০২২ সালে প্রদর্শিত মডেলটির তুলনায় এই গাড়ির এক্সটেরিয়র ডিজাইন আরও বেশি পরিণত ও বাস্তবিক। কনসেপ্ট ভার্সনের টি-আকৃতির এলইডি ডিআরএল, ব্ল্যাঙ্কড-অফ গ্রিল, ও স্লিক এলইডি হেডলাইট ধরে রাখা হলেও, নয়া অবতারের ডিজাইনের ভাষা আরও আক্রমণাত্মক।
ফিচার্স ও পাওয়ারট্রেন
Tata Avinya-র প্রোডাকশন মডেলে প্রচুর ফিচার্স পাওয়া যাবে। ১২.৩-ইঞ্চি ডিসপ্লে ( ইন্সট্রুমেন্টেশনের জন্য একটি ও অন্যটি ইনফোটেইনমেন্টের জন্য), প্যানোরামিক সানরুফ, ওয়্যারলেস ফোন চার্জার, মাল্টি-জোন অটো এসি, ৩৬০ ডিগ্রি ক্যামেরা, এবং অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল ও লেন কিপ অ্যাসিস্টের মতো অ্যাডভ্যান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম (ADAS) বৈশিষ্ট্য থাকবে গাড়িতে। ফুল চার্জে বৈদ্যুতিক গাড়িটি প্রায় ৫০০ কিলোমিটার ছুটবে বলে আশা করা যায়।
লঞ্চ কবে হবে
Tata Avinya কোম্পানির নতুন ডিজাইনের ভাষার আভাস বহন করছে। এটি কনসেপ্ট মডেল হয়েই থাকবে নাকি সত্যিই বাজারে আসবে, সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে এই ডিজাইন ও প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে ২০২৬ সালে একটি দুর্ধর্ষ ইলেকট্রিক গাড়ি লঞ্চ করতে পারে টাটা।