অটোকার

বিপুল জনপ্রিয় Access স্কুটারের ইলেকট্রিক ভার্সন আনল Suzuki, দেখলেই পছন্দ হবে

Updated on:

suzuki e access global debut 95 km range bharat mobility global expo 2025

ইলেকট্রিক স্কুটার কেনার পরিকল্পনা করলে, আপনার জন্য দারুণ খবর। আত্মপ্রকাশ করল আরও এক ইভি, Suzuki e Access। আজ ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো ২০২৫ এ স্কুটারটি উন্মোচন করেছে সুজুকি মোটরসাইকেল ইন্ডিয়া। দেশের বাজারে ১২৫ সিসির অন্যতম জনপ্রিয় পেট্রল স্কুটার অ্যাক্সেস। সেটির বৈদ্যুতিক সংস্করণ হাজির করেছে সুজুকি।

এই ইলেকট্রিক স্কুটার চ্যালেঞ্জ জানাবে Honda Activa e, Bajaj Chetak, TVS iQube, Ola S1, Ather Rizta এর মতো স্কুটারকে। সুজুকির দাবি, এটি ফুল চার্জে ৯৫ কিলোমিটার রেঞ্জ দিতে পারে। এদিন স্কুটির বিস্তারিত ফিচার্স ও স্পেসিফিকেশন প্রকাশ করেছে কোম্পানি।

WhatsApp Community Join Now

Suzuki e Access স্কুটারের ফিচার্স ও রেঞ্জ

সুজুকি ই অ্যাক্সেস ইলেকট্রিক স্কুটারে রয়েছে একটি ৩.০৭ কিলোওয়াট আওয়ার LFP ব্যাটারি প্যাক, যা ফুল চার্জে ৯৫ কিলোমিটার যেতে পারে। দু চাকায় শক্তি উৎপন্ন করার জন্য রয়েছে ৪.১ কিলোওয়াট ইলেকট্রিক মোটর। সর্বোচ্চ গতিবেগ ৭১ কিমি প্রতি ঘণ্টা। মোটর থেকে সর্বোচ্চ ১৫ এনএম টর্ক উৎপন্ন হবে। ব্যাটারি ০-৮০% চার্জ হতে সময় নেয় ৪ ঘণ্টা ৩০ মিনিট।

সুজুকি ই অ্যাক্সেস স্কুটারের ব্যাটারি ফুল চার্জ করতে সময় লাগবে ৬ ঘণ্টা। এটি ২৪০ ওয়াট পোর্টেবেল চার্জার দিয়ে করলে উক্ত সময় লাগবে। তবে আপনি যদি ফাস্ট চার্জার ব্যবহার করেন, তাহলে ০-৮০% চার্জ হবে ১ ঘণ্টা ১২ মিনিটে এবং ফুল চার্জ হবে ২ ঘণ্টা ১২ মিনিটে।

Suzuki e Access তিনটি রাইডিং মোড এবং রিভার্স মোড অফার করে। উল্লেখযোগ্য ফিচার্সের মধ্যে মিলবে এলইডি লাইটিং, এলইডি ডিআরএল, কম্বি ব্রেকিং সিস্টেম, রিমোট ফুয়েল লিড ওপেনার, ডুয়াল ফ্রন্ট প্যাকেট, ২৪.৪ লিটার আন্ডারসিট স্টোরেজ, ডিজিটাল কনসোল এবং স্মার্টফোন কানেক্টিভিটি। শীঘ্রই স্কুটারের দাম ও কবে থেকে উপলব্ধ হবে তা প্রকাশ করতে পারে সুজুকি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন