দেশের গ্রামীণ এলাকায় ব্রডব্যান্ড পরিষেবার খরচ কমাতে সাহায্য পদক্ষেপ নিতে চলেছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI)। টেলিকম নিয়ন্ত্রক সংস্থার তরফে নতুন সুপারিশ পেশ করা হয়েছে। ট্রাই-এর পরামর্শ, পাবলিক ওয়াই-ফাই পরিষেবা প্রদানকারী, যা পাবলিক ডেটা অফিস (PDO) নামেও পরিচিত, সেগুলির খরচ কমানো উচিত।
পাবলিক ডেটা অফিস পরিষেবা কী?
পিডিও মূলত, এমন ব্যবসা যারা ইন্টারনেট ব্যান্ডউইথ কিনে এবং তারপর একাধিক গ্রাহকের কাছে বিক্রি করে। ট্রাই-এর বিশ্বাস যে, এই ওয়াই-ফাই সরবরাহকারীদের জন্য খরচ আরও যুক্তিসঙ্গত করে তোলা উচিত। যার ফলে পিএম-ওয়ানি উদ্যোগ আরও জনপ্রিয়তা অর্জন করবে। যেহেতু এই উদ্যোগ শুরু হয়ে চার বছর অতিক্রম হয়ে গিয়েছে এবং খুব বেশি অগ্রগতি হয়নি সেখানে।
পাঁচ বছর আগে যখন PM-WANI চালু করা হয়েছিল, তখন এর লক্ষ্য ছিল ২০২২ সালের মধ্যে ১ কোটি পাবলিক ওয়াই-ফাই হটস্পট স্থাপন করা। আর ২০৩০ সালের মধ্যে আরও ৫ কোটি পাবলিক ওয়াই-ফাই হটস্পট স্থাপন করা। তবে ট্রাই উল্লেখ করেছে যে, এই হটস্পটগুলি ধীরে ধীরে স্থাপন করার একটি প্রধান কারণ হল টেলিকম কোম্পানি এবং ইন্টারনেট পরিষেবা প্রদানকারীরা ইন্টারনেটের জন্য PDO-এর কাছ থেকে যে উচ্চ খরচ নেয়।
যে কারণে সামগ্রিকভাবে, PM-WANI-এর লক্ষ্য হল, গ্রামীণ এবং সুবিধাবঞ্চিত এলাকার মানুষদের পাশাপাশি ট্রেন স্টেশন, ব্যাঙ্ক এবং ডাকঘরের মতো জনবহুল জায়গায় দ্রুত এবং সাশ্রয়ী মূল্যের ইন্টারনেট নিশ্চিত করা।