সরকারি টেলিকম কোম্পানি BSNL আরও ৩৫০টি ৪জি সাইট স্থাপন করল দেশে। এদিন রাজস্থানে এই সাফল্য অর্জন করেছে কোম্পানিটি। এই নিয়ে রাজস্থানে মোট ২৭৬৭টি ৪জি সাইট রয়েছে বিএসএনএলের। কোম্পানি নিশ্চিত করেছে যে, রাজস্থানের ভরতপুরে ৬৭টি ৪জি সাইট ইতিমধ্যে অন-এয়ার করা হয়েছে। অর্থাৎ পরিচালনার জন্য প্রস্তুত।
বিএসএনএল এখনও পর্যন্ত ৭৫,০০০টির বেশি ৪জি সাইট বসিয়েছে গোটা দেশে। কোম্পানির লক্ষ্য হল, যত তাড়াতাড়ি সম্ভব এক লক্ষ ৪জি সাইটের সংখ্যায় পৌঁছানো। পূর্ববর্তী বিবৃতি অনুসারে, এটি ২০২৫ সালের মে থেকে জুনের মধ্যে সম্পন্ন করা হবে। এটি শেষ হলে, তার পর ৫জি নিয়ে কাজ শুরু করা হবে।
এগোচ্ছে BSNL
কোম্পানির কথায়, এক লক্ষ ৪জি সাইট স্থাপনের পরও থামবে না তারা। ১ লক্ষ সাইটের প্রথম মাইলফলক স্পর্শ করার পর, বিএসএনএল আরও সাইট স্থাপন করবে। সম্প্রতি এক প্রশ্নোত্তর পর্বে টেলিকম সংস্থাটি জানিয়েছে, “ কীভাবে এটি করা যায় তা মূল্যায়ন করতে হবে। আরও সাইট থাকবে, অবশ্যই, কিন্তু কতগুলি, তা কেউ জানে না? বর্তমানে দেশে সবচেয়ে সস্তা ৪জি প্রিপেইড প্ল্যান রয়েছে বিএসএনএলের কাছে।”
নতুন যুক্ত হওয়া গ্রাহকদের ধরে রাখার জন্য দ্রুত ৪জি সাইট স্থাপন করতে চায় কোম্পানি। বেসরকারি টেলিকম অপারেটররা ট্যারিফ বৃদ্ধি করার পর, কয়েক মাস ধরে বিএসএনএল একমাত্র অপারেটর ছিল, যারা নতুন ব্যবহারকারী যুক্ত করেছিল। তার পর থেকে, বেসরকারি টেলিকম সংস্থাগুলি নতুন গ্রাহক যুক্ত করতে শুরু করেছে, যা অদূর ভবিষ্যতে বিএসএনএলের নতুন গ্রাহক যুক্ত করার উপর সরাসরি প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।