ভারতের প্রথম টেলিকম কোম্পানি হিসাবে VoNR বা ভয়েস ওভার নিউ রেডিয়ো পরিষেবা শুরু করল জিও। এর আগে কোনো টেলিকম কোম্পানি এই প্রযুক্তি আনতে পারিনি। এয়ারটেল, ভিআই-কে ছাপিয়ে গেল মুকেশ আম্বানির কোম্পানি। আপনি যদি জিও ৫জি ব্যবহারকারী হোন তাহলে আপনি এটি ব্যবহার করতে পারবেন। HD কোয়ালিটিতে শোনা যাবে অডিয়ো।
VoNR প্রযুক্তি কী?
এটি একটি বিশেষ কলিং প্রযুক্তি। বর্তমানে যে VoLTE সিস্টেম ব্যবহার করা হয় তার আপগ্রেড ভার্সন। ভয়েস ওভার নিউ রেডিয়ো প্রযুক্তির দ্বারা কম লেটেন্সিতে অডিয়ো ট্রান্সফার করা সম্ভব, যা কলিং অভিজ্ঞতা বাড়াতে সাহায্য করবে। মূলত, কল করার সময় ব্যাকগ্রাউন্ড নয়েস শোনা যায়, যার ফলে পরিষ্কার ভাবে অপর দিকে থাকা ব্যক্তির আওয়াজ শোনা যায় না। এই সমস্যা দূর করবে VoNR।
৫জি ব্যবহারকারীরা এটি ব্যবহার করতে পারবেন বলে জানিয়েছে জিও। HD কোয়ালিটিতে অডিয়ো আদান-প্রদান সম্ভব। কম লেটেন্সি থাকায় কমিউনিকেশন আরও দ্রুত এবং নিরবিচ্ছিন্ন হবে বলে ধারণা কোম্পানির। এমন পরিষেবা এই প্রথম ভারতে। এয়ারটেল বা ভিআই কেউই উন্নত প্রযুক্তিটি এখনও আনতে পারিনি।
এই দৌড়ে এক ধাপ এগিয়ে গেল জিও। দেশজুড়ে ৫জি ব্যবহারকারীরার সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। তারা ভালো পরিষেবার প্রত্যাশা করছেন টেলিকম কোম্পানিগুলির কাছ থেকে। বিশেষ করে কলিংয়ে। কোম্পানির মতে, VoNR প্রযুক্তি ভয়েস ওভার LTE প্রযুক্তির তুলনায় উন্নত এবং ব্যাকগ্রাউন্ড নয়েস অনেক কম শোনা যায়। যার ফলে একে অপরের স্পষ্ট আওয়াজ শুনতে পারবেন ব্যবহারকারীরা।
আশা করা হচ্ছে, সময়ের সঙ্গে এটি সকল ৫জি ব্যবহারকারীদের ফোনে চালু করা হবে। ৪জি থেকে ৫জি-তে যাঁরা স্থানান্তরিত হচ্ছেন, তাঁদের জন্য এটি একটি ভালো অভিজ্ঞতা হতে পারে।