অটোকার

অপেক্ষার অবসান ঘটিয়ে দেশে এল রয়্যাল এনফিল্ডের প্রথম 440 সিসি মোটরসাইকেল

Published on:

royal-enfield-scram-440-price-specs-features-launched-at-rs-2-08-lakh

গত বছর থেকেই একের পর এক মোটরসাইকেল বাজারে এনে সাড়া ফেলে দিয়েছে রয়্যাল এনফিল্ড। গত নভেম্বরে মোটোভার্স ইভেন্টে Royal Enfield Scram 440 বাইকটি আত্মপ্রকাশ করেছিল। আর আজ, সংস্থার তরফে এই মডেলটি আনুষ্ঠানিক ভাবে লঞ্চের ঘোষণা করা হয়েছে। এটি দুই ভ্যারিয়েন্টে দেশে উপলব্ধ – ট্রেল ও ফোর্স। প্রথমটি বেস মডেল ও দাম রাখা হয়েছে ২.০৮ লক্ষ টাকা। আর দামি ট্রিম কিনতে খরচ হবে ২.১৫ লক্ষ টাকা (উভয় দাম এক্স-শোরুম)।

Royal Enfield Scram 440 স্পেসিফিকেশন ও ফিচার্স

WhatsApp Community Join Now

Scram 411-এর তুলনায় নতুন Scram 440 কিনতে মাত্র ১,৩০০ টাকা বেশি দিতে হবে ক্রেতাদের। নয়া মডেলে বড় ইঞ্জিন, বেশি পাওয়ার, অতিরিক্ত ফিচার্স, এবং নতুন কালার অপশন পাওয়া যাবে। এই বাইকে ৪৪৩ সিসি, এয়ার/অয়েল-কুল্ড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যা ৬.২৫০ আরপিএম গতিতে ২৫.৪ বিএইচপি এবং ৪,০০০ আরপিএমে ৩৪ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম।

বেশি ডিসপ্লেসমেন্ট ও অতিরিক্ত গিয়ার রয়্যাল এনফিল্ড স্ক্র্যাম ৪১১-কে ট্যুরিং ফ্রেন্ডলি করে তুলবে বলে আশা করা যায়। ট্রেল ভ্যারিয়েন্ট টিউব-টাইপ টায়ার সহ ১৯/১৭ ইঞ্চি স্পোক হুইলে ছুটবে। আর টপ-স্পেক ফোর্স ট্রিমে টিউবলেস টায়ার সহ অ্যালয় হুইল বর্তমান। বাইকে সাসপেনশনের দায়িত্ব সামলায় টেলিস্কোপিক ফর্ক এবং মনোশক। উভয় প্রান্তে একটি করে ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে।

রয়্যাল এনফিল্ড স্ক্র্যাম ৪৪০ মডেলটির ডিজাইন কমবেশি স্ক্র্যাম ৪১১-এর মতো। গোল হেডলাইটের চারপাশে একটি ছোট কাউল রয়েছে। ফুয়েল ট্যাঙ্ক বেশ বড় ও টেল সেকশনটি পাতলা৷ বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে এলইডি লাইটিং, ইউএসবি চার্জার, সেমি ডিজিটাল কনসোল, ট্রিপার নেভিগেশন সিস্টেম, সুইচেবল ডুয়াল চ্যানেল এবিএস, প্রভৃতি।

ফোর্স টিল, ফোর্স গ্রে, ফোর্স ব্লু, ট্রেইল গ্রিন এবং ট্রেল ব্লুও রঙের বিকল্পে পাওয়া যাবে রয়্যাল এনফিল্ডের এই নতুন স্ক্র্যাম্বলার মোটরসাইকেল। ভারতের বাজারে বাইকটির প্রতিপক্ষ হল Triumph Scrambler 400X এবং Yezdi Scrambler।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন