অটোকার

রয়্যাল এনফিল্ডকে টক্কর দিতে ভারতে দুর্দান্ত রেট্রো বাইক আনছে Honda

Published on:

honda-cb190tr-india-launch-patent-details-royal-enfield-hunter-350-rival

রয়্যাল এনফিল্ড হান্টার এই মুহূর্তে দেশের অন্যতম জনপ্রিয় রোডস্টার বাইক। বিক্রি ও জনপ্রিয়তার বিচারে এই মডেলের কাছাকাছি খুব কম বাইকই রয়েছে। তবে এত সহজে মাঠ ছাড়তে নারাজ Honda। সম্প্রতি একটি নতুন বাইকের পেটেন্ট ফাইল করেছে জাপানি কোম্পানি, যার নাম CB190TR। দাবি করা হচ্ছে, এটি সরাসরি টক্কর দেবে হান্টারকে।

Honda CB190TR বাইকের পেটেন্ট ফাইল হল ভারতে

WhatsApp Community Join Now

ইতিমধ্যে আন্তর্জাতিক বাজারে ১৮৪ সিসি ইঞ্জিনের CB190TR বাইক বিক্রি করছে হোন্ডা। তবে ভারতে বাইকের সবে পেটেন্ট ফাইল করেছে কোম্পানি। কবে লঞ্চ হতে পারে বা কী বৈশিষ্ট্য থাকবে তা প্রকাশ করা হয়নি। এর মধ্যে দু’চাকা বাজারে গুঞ্জন বাইকটি হান্টারকে চ্যালেঞ্জ জানাতে আসছে।

প্রসঙ্গত, সম্প্রতি BigWing লাইনআপে দুটি নতুন বাইক লঞ্চ করেছে কোম্পানি – CBR650 এবং CB650R। এবার ছোট সিসির বাইকের উপর মনোযোগ করতে চলেছে কোম্পানি। হোন্ডার সিবি সিরিজ বরাবরই জনপ্রিয় দেশে। এই সিরিজে একাধিক বাইক রয়েছে হোন্ডার। নতুন মডেলটি কী কী বৈশিষ্ট্য উন্মোচন করতে পারে তা নিয়ে বাড়ছে জল্পনা।

Honda CB190TR বাইকের সম্ভাব্য বৈশিষ্ট্য সম্পর্কে যা জানা গিয়েছে তা হল, এতে রেট্রো ডিজাইনের পাশাপাশি LCD ড্যাশবোর্ড থাকতে পারে, যা বাইকের সাথে সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করবে। বাইকটিকে শক্তিশালী করে তুলবে ১৮৪ সিসি সিঙ্গেল-সিলিন্ডার এয়ার-কুলড ইঞ্জিন, যা ১৬ হর্সপাওয়ার শক্তি এবং ১৬.২ এনএম পিক টর্ক উৎপন্ন করতে সক্ষম।

নিও-রেট্রো বাইকের ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে, হোন্ডা সম্ভবত ভারতীয় বাজারে CB190TR আনতে পারে। লঞ্চ হলে এর দাম প্রায় ২ লক্ষ টাকা হবে বলে মনে করছেন অনেক, যা এটিকে রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০ এর অন্যতম প্রতিপক্ষ করে তুলতে পারে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন