নানা ভাষার দেশ ভারতবর্ষ। তাই চালকদের সুবিধার্থে ইলেকট্রিক স্কুটারে একাধিক আঞ্চলিক ভাষা যোগ করল Ather Energy। কোম্পানির স্কুটার ৮টি আঞ্চলিক ভাষায় ব্যবহার করা যাবে। যেগুলি হল – হিন্দি, মারাঠি, গুজরাটি, বাংলা, তামিল, তেলেগু, মালায়ালাম এবং কন্নড়। এটি আসন্ন OTA আপডেটের মাধ্যমে পাওয়া যাবে। দেশের প্রথম কোম্পানি হিসাবে একটি স্কুটারে এতগুলো ভাষা যোগ করার সিদ্ধান্ত নিল এথার।
জানা গিয়েছে, প্রথমে হিন্দি দিয়ে শুরু হবে। তারপর অন্যান্য ভাষাগুলি যোগ করা হবে। মূলত, IAMAI ও কান্তারের এক রিপোর্ট বলছে, ২০২৪ সালে ৯৮ শতাংশ ইন্টারনেট ব্যবহারকারী নিজের মাতৃভাষাতেই কন্টেন্ট উপভোগ করেছেন। তাই ডিজিটাল কানেক্টিভিটি আরও গ্রহণযোগ্য করে তুলতে এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে এথার।
কী কী নতুন সুবিধা যোগ হয়েছে এথার এনার্জির ইলেকট্রিক স্কুটারে?
সুবিধাটি পাওয়া যাবে Ather Rizta স্কুটারের টপ ভ্যারিয়েন্টের ডিজিটাল কনসোলে। রাইডাররা নিজের পছন্দের ভাষাতে সেটি ব্যবহার করতে পারেন। যার ফলে ইউজার ফ্রেন্ডলি হবে তার স্কুটার এবং অভিজ্ঞতাও আরও ভালো হবে। একাধিক ভাষা ছাড়াও কোম্পানির Atherstack প্লাটফর্মের অধীনে বেশ কিছু নতুন ফিচার্সও যুক্ত হয়েছে। যেমন – ফলসেফ ডিটেকশন, অটোহোল্ড, হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন, লাইভ লোকেশন শেয়ারিং অ্যালেক্সা ইন্টিগ্রেশন এবং রিজতা জেড স্কিড কন্ট্রোল (ট্র্যাকশন কন্ট্রোল)।
ফুল চার্জে রেঞ্জ ও দাম
ফুল চার্জে ১২৩-১৫৯ কিলোমিটার রেঞ্জ দিতে পারে Ather Rizta। বিক্রি হয় দু’ধরনের ব্যাটারি বিকল্পে। সর্বোচ্চ গতি ৮০ কিমি প্রতি ঘণ্টা। বাজারে বর্তমানে স্কুটারটির দাম ১.১০ লাখ থেকে ১.৪৬ লাখ টাকা (এক্স-শোরুম)।