অটোকার

সস্তায় হাইব্রিড গাড়ি আনছে Maruti Suzuki, পেট্রল শেষ হয়ে গেলে ছুটবে ব্যাটারিতে

Published on:

maruti suzuki fronx hybrid spied before launch details revealed

ইলেকট্রিক গাড়ির পর এবার হাইব্রিড গাড়ির দিকে মনোনিবেশ করার সিদ্ধান্ত নিল Maruti Suzuki। আসতে চলেছে Fronx এর স্ট্রং হাইব্রিড ভার্সন। গাড়িটির ইতিমধ্যে পরীক্ষা শুরু করেছে কোম্পানি। দেশের বাজারে হাইব্রিড গাড়ির ব্যবহার বাড়াতে ও ক্রেতাদের উৎসাহ করতে এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

Maruti Suzuki Fronx Hybrid আগামী বছর লঞ্চ হতে পারে

সূত্রের দাবি, ২০২৬ সালে লঞ্চ হতে পারে গাড়িটি। এখনও পর্যন্ত বাজারে হাইব্রিড গাড়ির সংখ্যা বেশ সীমিত। কিন্তু, এই ধরনের গাড়ির বৈশিষ্ট্য বেশ কার্যকর তা বলার অপেক্ষা রাখে না। মাইলেজ ভালো পাওয়া যায় এবং পরিবেশ দূষণ কম হয়। প্রথাগত পেট্রল চালিত গাড়ির তুলনায় এটি খানিক আলাদা। হাইব্রিড গাড়ি হওয়ায় এতে একটি ব্যাটারি ও ইলেকট্রিক মোটর থাকে। অর্থাৎ পেট্রলের উপর সম্পূর্ণ ভরসা করতে হয় না।

WhatsApp Community Join Now

রাস্তায় গাড়ির যে ছবি দেখা গিয়েছে তা অনুযায়ী, এতে ডিজাইনের দিক দিয়ে খুব বেশি পরিবর্তন থাকবে না। পাওয়া যাবে কানেক্টটিং এলইডি লাইট, এলইডি টেল লাইট, ক্রোম ফিনিশ এবং সেন্টারে মারুতির লোগো। ক্রেতাদের আকর্ষিত করতে ডুয়াল টোন রংয়ের সাথে গাড়িটি হাজির করতে পারে কোম্পানি।

বাজারে জল্পনা, এতে পাওয়া যাবে Z12E প্ল্যাটফর্মের ইঞ্জিন এবং শক্তিশালী হাইব্রিড সেটআপ। যদিও ইঞ্জিনের পারফরম্যান্স সম্পর্কে এখনও জানা যায়নি। পরিষ্কার নয় ব্যাটারি ক্যাপাসিটিও। শীঘ্রই গাড়িটি সম্পর্কে আরও তথ্য প্রকাশ হতে পারে। Fronx Facelift এর সাথে সবমিলিয়ে মারুতি সুজুকির লাইনআপে আরও একটি হাইব্রিড গাড়ি যোগ হতে চলেছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন