কম দামে দুর্দান্ত স্মার্টফোন খোঁজ করতে গিয়ে অনেক ক্রেতা বিভ্রান্ত হয়ে পড়েন। তবে আপনি চিন্তা করবেন না। কারণ আমরা আপনার জন্য সেরা ফোনের সন্ধান নিয়ে চলে এসেছি। আর এই সমস্ত ডিভাইসের দাম ১৫,০০০ টাকার কম। এই স্মার্টফোনগুলি বাম্পার ছাড় সহ অনলাইন শপিং প্ল্যাটফর্মগুলিতে তালিকাভুক্ত আছে।
১৫ হাজার টাকার কমে ফোন
Motorola G64 5G
মোটোরোলা ফোনটি ১৪,৯৯৯ টাকায় কেনা যাবে। এতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০২৫ অক্টা-কোর প্রসেসর। এতে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ পাওয়া যাবে। এই ডিভাইসে ৬০০০ এমএএইচ ব্যাটারি আছে এবং এর সাথে টার্বো পাওয়ার ৩৩ ওয়াট চার্জার দেওয়া হয়েছে। এতে কোয়াড পিক্সেল প্রযুক্তি সহ শেক-ফ্রি ৫০ মেগাপিক্সেল ওআইএস রিয়ার ক্যামেরা এবং ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে।
CMF by Nothing Phone 1
ইউনিক ডিজাইনের এই ফোনটির দাম ১৪,৯৯৯ টাকা। এতে টিএসএমসির ৪ এনএম প্রক্রিয়া প্রযুক্তিতে নির্মিত মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ ৫জি প্রসেসর ব্যবহার করা হয়েছে। ডিভাইসটি ১৬ জিবি পর্যন্ত র্যাম এবং ২ টেরাবাইট পর্যন্ত এক্সপ্যান্ডেবল স্টোরেজ সহ পাওয়া যাবে। এতে ডেডিকেটেড পোর্ট্রেট সেন্সর সহ ৫০ মেডিকেল রিয়ার ক্যামেরা এবং ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপস্থিত। এই ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৬৭-ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে পাওয়া যাবে।
আরও পড়ুনঃ Vivo V50 এই মাসেই ভারতে লঞ্চ হচ্ছে, তার আগেই সেলের তারিখ ও দাম ফাঁস
Vivo T3 Lite 5G
ভিভো স্মার্টফোনটির দাম রাখা হয়েছে ১১,৪৯৯ টাকা। এটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক সফ্টওয়্যার স্কিন সহ এসেছে এবং এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এতে পাওয়া যাবে ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। ক্যামেরার কথা বললে, এতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা উপস্থিত।
Realme P1 5G
রিয়েলমি ডিভাইসটি বিশেষ অফারের ১৩,৯৯৯ টাকায় কেনা যাবে। এতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৫০ ৫জি চিপসেট। এই ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানিং, স্মার্ট টাচ এবং সানলাইট স্ক্রিন প্রযুক্তি উপস্থিত। এতে ৭ লেয়ার ভিসি কুলিং সিস্টেম রয়েছে এবং এটি টিইউভি এসইউডি সার্টিফাইড। ফটোগ্রাফির জন্য এই স্মার্টফোনে ৫০ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।