গাড়ি বাজারে নানা মডেল সাড়া ফেললেও দু’দশকেরও বেশি সময় ধরে মধ্যবিত্তের ভরসা জুগিয়ে যাচ্ছে মারুতি সুজুকির এই গাড়ি। কথা হচ্ছে, মারুতি সুজুকি ওয়াগন আর-এর। আরও অবাক করা বিষয় হল, এত বছর পরও গাড়িটি বিক্রির নিরিখে সেরা দশ গাড়ির তালিকায় স্থান পেয়েছে। বিক্রির পরিসংখ্যান বলছে, জানুয়ারিতে শীর্ষ দশটি গাড়ির তালিকায় ছয়টি মডেল স্থান করে নিয়েছে মারুতি সুজুকি। আর এক নম্বরে এই ওয়াগন-আর।
বাজারে কোম্পানি শক্তিশালী উপস্থিতির প্রমাণ হচ্ছে, প্রথম দুটি স্থানে রয়েছে তাদের গাড়ি। টাটা পাঞ্চ এবং মারুতি আর্টিগার মতো প্রতিযোগীদের ফেলে শীর্ষস্থান দখল করেছে মারুতি ওয়াগনআর। ২০২৫ সালের প্রথম মাসে বাজেট হ্যাচব্যাকটির ২৪,০৭৮ ইউনিট বিক্রি হয়েছে। তারপর রয়েছে ব্যালেনো ও হুন্ডাই ক্রেটা।
জানুয়ারিতে সবথেকে বেশি বিক্রি হল এই ১০ গাড়ি
Maruti Suzuki WagonR – ২৪,০৭৮
Maruti Suzuki Baleno – ১৯,৯৬৫
Hyundai Creta – ১৮,৫২২
Maruti Suzuki Swift – ১৭,০৮১
Tata Punch – ১৬,২৩১
Maruti Suzuki Grand Vitara – ১৫,৭৮৪
Mahindra Scorpio – ১৫,৪৪২
Tata Nexon – ১৫,৩৯৭
Maruti Suzuki Dzire – ১৫,৩৮৩
Maruti Suzuki Fronx – ১৫,১৯২
উল্লেখ্য, ২০২৪ সালে সবথেকে বেশি বিক্রি হওয়া গাড়ির তকমা পেয়েছিল টাটা পাঞ্চ। নতুন বছর আসতেই সেরা গাড়িকে পিছনে ফেলে দিল মারুতি। সেরা দশের তালিকায় ৬টি মডেল শুধু তাদের। টাটা ও মারুতি ছাড়া মাহিন্দ্রা এবং হুন্ডাইয়ের মাত্র একটি করে গাড়ি রয়েছে এই তালিকায়।
মারুতি সুজুকি ওয়াগনআর স্পেসিফিকেশন
এই গাড়ি ১ লিটার তিন সিলিন্ডার পেট্রল ইঞ্জিন এবং ১.২-লিটার চার সিলিন্ডার পেট্রল ইঞ্জিনে দৌড়য়। উভয়ই ডুয়ালজেট ডুয়াল ভিভিটি প্রযুক্তির। ১ লিটার ইঞ্জিনটি প্রতি লিটারে ২৫.১৯ কিলোমিটার মাইলেজ দেওয়ার দাবি করে। যেখানে সিএনজি ভ্যারিয়েন্ট (LXI এবং VXI ট্রিমগুলিতে উপলব্ধ) ৩৪.০৫ কিলোমিটার প্রতি কেজি মাইলেজ দিয়ে থাকে।
আরও পড়ুনঃ শোরুমে যাওয়ার দিন ফুরালো, এবার ১০ মিনিটেই বাড়ির দরজায় আসবে নতুন গাড়ি
অন্যদিকে, ১.২ লিটার কে সিরিজ ডুয়ালজেট ডুয়াল ভিভিটি ইঞ্জিনটি ZXI AGS এবং ZXI+ AGS ট্রিমগুলিতে উপলব্ধ। এই ইঞ্জিন প্রতি লিটারে ২৪.৪৩ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম। বর্তমানে মারুতির এই গাড়ির দাম ৬.৫৭ লক্ষ টাকা থেকে শুরু হয়ে ৮.৭১ লক্ষ টাকা (অন-রোড মূল্য) পর্যন্ত গিয়েছে। ৬.৫৭ লক্ষ টাকা থেকে শুরু হয়ে ৮.৭১ লক্ষ টাকা (অন-রোড মূল্য) পর্যন্ত গিয়েছে।