মুখ্য সংবাদ

Dor Play: এক অ্যাপেই দেখতে পাবেন ২৪টি OTT অ্যাপ ও ৩০০টি টিভি চ্যানেল, এক্ষুনি ডাউনলোড করুন

Published on:

Dor play mobile ott subscription launched all in one entertainment app price features

স্ট্রিমবক্স মিডিয়া ভারতে Dor Play নামে একটি অল-ইন-ওয়ান এন্টারটেইনমেন্ট অ্যাপ লঞ্চ করেছে। এই অ্যাপে ২০+ ওটিটি সাবস্ক্রিপশন এবং ৩০০+ টিভি চ্যানেল পাওয়া যাবে। গত ডিসেম্বরে, সংস্থাটি ডোর টিভি ওএস এবং ২৪টি ওটিটি প্ল্যাটফর্ম সহ ভারতের প্রথম সাবস্ক্রিপশন-ভিত্তিক টেলিভিশন পরিষেবা Dor চালু করেছিল।

Dor Play মোবাইল-অনলি পরিষেবায় ডিজনি + হটস্টার, জি৫, সোনি লিভ, লায়ন্সগেট প্লে, সান এনএক্সটি, আহা, আবিষ্কার +, ফ্যানকোড, ইটিভি উইন, চৌপাল, ডলিউড প্লে, নাম্মাফ্লিক্স, শেমারুম, স্টেজ, সান এনএক্সটি, ট্র্যাভেলএক্সপি, রাজ টিভি, ভিআর ওটিটি, প্লেফ্লিক্স, ওটিটি প্লাস এবং ডিস্ট্রোটিভির মতো প্ল্যাটফর্মগুলির অ্যাক্সেস পাওয়া যাবে। এর সাথে ৩০০+ টিভি চ্যানেল দেখা যাবে।

WhatsApp Community Join Now

Dor Play সাবস্ক্রিপশনের মূল্য

৩ মাসের জন্য ডর প্লে সাবস্ক্রিপশনের মূল্য ৩৯৯ টাকা। আপনি ফ্লিপকার্ট থেকে এই সাবস্ক্রিপশন কিনতে পারবেন।

ফোনে Dor Play সাবস্ক্রিপশন কীভাবে ব্যবহার করবেন

প্রথমে ফ্লিপকার্ট থেকে ডর প্লে সাবস্ক্রিপশন কিনুন। তারপরে, আপনি একটি কুপন কোড পাবেন। এবার আপনার অ্যান্ড্রয়েড বা আইফোনে ডর প্লে অ্যাপ ইনস্টল করুন। এরপর অ্যাপটি খুলুন এবং মেম্বারশিপ নেওয়ার জন্য ফোন নম্বর এবং কুপন কোড এন্টার করুন। তারপরে, ডর প্লে সাবস্ক্রিপশন অ্যাক্টিভ হবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন