টেলিকম

আগে ১ জিবি ডেটার দাম ছিল ২৭০ টাকা, এখন ১০ টাকার কম, কেন্দ্রের প্রশংসায় জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

Published on:

mobile phone tariff declined claimed jyotiraditya scindia check data cost price in 2014 and now

২০১৪ সাল থেকে মোবাইল ফোনের শুল্ক কমেছে ৯৪ শতাংশ। সংসদে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আজ এই তথ্য দিয়েছেন। তিনি আরও উল্লেখ করেছেন যে, ২০১৪ সালে ১ জিবি ইন্টারনেটের দাম ছিল ২৭০ টাকা, যা এখন ৯.৭০ টাকা। বৃহস্পতিবার কেন্দ্রীয় যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, ২০১৪ সালের পর থেকে মোবাইল ফোনের দাম ৯৪ শতাংশ কমেছে। এক প্রশ্নের জবাবে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানান, ‘বর্তমানে দেশে ১.১৬ বিলিয়ন মোবাইল ফোন ব্যবহারকারী রয়েছে। আর ২০১৪ সালে ২৫০ মিলিয়ন গ্রাহক ইন্টারনেট ব্যবহার করতো এবং আজ সেই সংখ্যাটি ৯৭৪.৪ মিলিয়নে পৌঁছেছে।

২০১৪ সালে এক মিনিটের কলের খরচ ছিল ৫০ পয়সা

সিন্ধিয়া সংসদে জানান, ২০১৪ সালে এক মিনিটের কলের খরচ ছিল ৫০ পয়সা এবং বর্তমানে তা তিন পয়সা, যা ৯৪ শতাংশ কম।

WhatsApp Community Join Now

২০১৪ সালে ১ জিবি ইন্টারনেটের দাম ছিল ২৭০ টাকা

তিনি আরও বলেছেন যে ২০১৪ সালে, প্রতি জিবি ব্রডব্যান্ড ডেটার দাম ২৭০ টাকা ছিল, যা এখন কমে ৯.৭০ টাকা দাঁড়িয়েছে। অর্থাৎ ৯৩ শতাংশ মূল্য হ্রাস হয়েছে। এই কারণে ইন্টারনেট ডেটার দামের কথা বললে, ভারতে সবচেয়ে সস্তায় ডেটা পাওয়া যায়।

আরও পড়ুনঃ প্রিপেডের থেকে ভালো Jio, Airtel ও Vi এর পোস্টপেড প্ল্যান? আনলিমিটেড ডেটা ও কলিং সহ পাবেন বিভিন্ন সুবিধা

তিনি বলেছেন, দেশে খুব দ্রুত ফাইভজি পরিষেবা ছড়িয়ে দেওয়া হয়েছে। তিনি সংসদে জানান, ২২ মাসে ৯৮ শতাংশ জেলায় ফাইভজি পরিষেবা পৌঁছে দেওয়া হয়েছে। যার জন্য প্রায় ৪.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে।

গত ৩ জুলাই টেলিকম কোম্পানিগুলি একসঙ্গে ট্যারিফ বাড়িয়েছে

যদিও তাকে পাল্টা দিয়েছে কংগ্রেস সাংসদ রণদীপ সিং সুরজেওয়ালা। তিনি সিন্ধিয়ার উদ্দেশ্যে প্রশ্ন করেছেন, মন্ত্রী জানেন কিনা যে সমস্ত বেসরকারি টেলিকম অপারেটর গত ৩ জুলাই, ২০২৪ সালে একসাথে প্ল্যানের দাম বাড়িয়েছে, যার ফলে ১.১৯ বিলিয়ন মোবাইল ফোন ব্যবহারকারীর উপর ৩৪,৮২৪ কোটি টাকার অতিরিক্ত বোঝা চেপেছে। যদিও এই বিষয়ে সিন্ধিয়া কিছু বলেননি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন