টেলিকম

এবার ল্যান্ডলাইন নম্বর হবে ১০টি নম্বরের, মোবাইল নম্বরেও পরিবর্তন আনতে চলেছে ট্রাই?

Updated on:

Landline number will be 10 digit big change in mobile number trai

টেলিকম রেগুলেটরি অথরিটি ভারতের জাতীয় নম্বর ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে চলেছে। ল্যান্ডলাইন নম্বর বদলানোর প্রস্তাব রাখা হয়েছে। গত দুই দশক ধরে এই নম্বর একই রকম রয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, টেলিকম সংস্থাটি মোবাইল ফোন এবং সংযুক্ত ডিভাইসের ক্রমবর্ধমান সংখ্যার সাথে সামঞ্জস্য রেখে আরও দক্ষ এবং নির্ভরযোগ্য টেলিকম ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্য নিয়েছে।

জাতীয় নম্বর ব্যবস্থায় বড় পরিবর্তন

জাতীয় নম্বর ব্যবস্থায় পরিবর্তন আনার লক্ষ্যে ২০২২ সালে একটি নির্দেশিকা জারি করেছিল টেলিযোগাযোগ বিভাগ (DoT)। যেখানে ফিক্সড-লাইন নম্বরিং এবং টেলিকম কোড সংশোধনের কথা বলা হয়েছিল। টেলিকম শিল্প বিশেষজ্ঞদের সাথে পুঙ্খানুপুঙ্খ আলোচনার পর, ট্রাই এই সংশ্লিষ্ট ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তনের সুপারিশ করেছে।

মোবাইল নম্বরের মতো ল্যান্ডলাইন

সবচেয়ে বড় পরিবর্তন হল, ল্যান্ডলাইন নম্বরগুলিকে শীঘ্রই মোবাইল নম্বরের মতো ১০ সংখ্যার ডিজিটে রূপান্তরিত করা হবে। যাতে উপলব্ধ নম্বরগুলির আরও ভালো ভাবে ব্যবহার করা যায়। নম্বরিং সিস্টেমকে আরও সুগম করতে এই সুপারিশ করেছে ট্রাই। এছাড়াও, ব্যবহারকারীদের ল্যান্ডলাইন থেকে ল্যান্ডলাইনে কল করার আগে ‘০’ ডায়াল করতে হবে। তবে, মোবাইল থেকে ল্যান্ডলাইনে ডায়াল করার প্রক্রিয়া অপরিবর্তিত রাখা হয়েছে।

৬ মাস সময় দেওয়া হয়েছে

এই পরিবর্তনগুলি বাস্তবায়নের জন্য টেলিকম কোম্পানিগুলিকে ছয় মাসের সময়সীমা বেধে দেওয়া হয়েছে। ট্রাইয়ের আশা, যে অপারেটররা এই সময়ের মধ্যে নতুন নম্বরিং ফর্ম্যাটের সাথে খাপ খাইয়ে নিতে পারবে। তাছাড়া, ট্রাই আগামী পাঁচ বছরের মধ্যে ফিক্সড-লাইন নম্বর পোর্টেবিলিটি চালু করার পরিকল্পনা ঘোষণা করেছে, যা বর্তমান মোবাইল নম্বর পোর্টেবিলিটি (এমএনপি) এর অনুরূপ।