Google Chrome ব্যবহারকারীদের জন্য সতর্কতা জারি করল ভারত সরকারের কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম (সিইআরটি-ইন)। যেখানে বলা হয়েছে, আপনি যদি গুগল ক্রোম ইন্টারনেট ব্রাউজার ব্যবহার করে থাকেন তাহলে সাবধান হোন। বিশেষ করে যারা উইন্ডোজ বা ম্যাকওএসে জনপ্রিয় এই ব্রাউজার ব্যবহার করেন তাদের জন্য এই সতর্কবার্তা জারি করা হয়েছে।
গুগল ক্রোম ব্যবহৃত কোন কোন ডিভাইসে সমস্যা দেখা দিয়েছে তা সিইআরটি-ইন তাদের একটি এক্স পোস্টে জানিয়েছে। এতে বলা হয়েছে, ” গুগল ক্রোমে বেশ কিছু ফাঁকফোকর দেখা দিয়েছে। এরফলে হ্যাকাররা এর সুবিধা নিয়ে আপনার ক্ষতি করতে পারে।
হ্যাকাররা দূর বসেই ক্ষতি করতে পারে
ক্রোম ব্রাউজারে বিদ্যমান সমস্যাগুলি ব্রাউজারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু উপাদানগুলিতে পাওয়া গিয়েছে, যে কারণে ব্যবহারকারীরা সমস্যায় পড়তে পারে। সংস্থাটি জানিয়েছে যে এই দুর্বলতার কারণে, দূর থেকেই ডিভাইসের ফিজিক্যাল অ্যাক্সেসের প্রয়োজন ছাড়াই হ্যাকাররা ব্যবহারকারীদের সমস্যায় ফেলতে পারে।
যেমন, কোনো বিশেষভাবে ডিজাইন করা ওয়েবপেজে রিডাইরেক্ট করে আপনার ডিভাইসে ভাইরাস ঢুকিয়ে তার নিয়ন্ত্রণ নিতে পারে হ্যাকার। এর পরে, আপনার ব্যক্তিগত ডেটা চুরি, পরিচয় চুরি করে অ্যাকাউন্ট খালি করার কাজ করতে পারে।
এই বিপদ থেকে ব্যবহারকারীদের বাঁচাতে Google ইতিমধ্যেই Chrome ব্রাউজারের জন্য আপডেট এনেছে। আপনি যদি এই ব্রাউজার ব্যবহার করে থাকেন তাহলে এক্ষুনি আপডেটটি ডাউনলোড ও ইনস্টল করা উচিত। লিনাক্সে 133.0.6943.53 এর চেয়ে পুরানো ক্রোম ভার্সন এবং উইন্ডোজ বা ম্যাকের ক্ষেত্রে 133.0.6943.53/54 ভার্সনে সমস্যা দেখা দিয়েছে।