অটোকার

গাড়ির জন্য কীভাবে পাবেন BH সিরিজ নম্বর প্লেট? কারা যোগ্য, কী লাগবে, সবটা জানুন

Published on:

How to Get a BH Number Plate for Your Car

প্রায় ৪ বছর আগে ২০২১ সালে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক ভারত (BH) সিরিজের রেজিস্ট্রেশন প্লেট চালু করে। মূলত, প্রতিরক্ষা কর্মী এবং স্থানান্তরযোগ্য চাকরিপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জন্য পরিবহন-বহির্ভূত গাড়ি রেজিস্ট্রেশন প্রক্রিয়া সহজ করার জন্য এই পরিষেবাটি চালু করা হয়েছিল। উদ্দেশ্য, রাজ্যগুলির মধ্যে স্থানান্তর সহজ করা।

বহু সরকার কর্মচারী আছেন যাঁদের চাকরির উদ্দেশ্যে একাধিক রাজ্যে ভ্রমণ করতে হয়। কিন্তু, সব রাজ্যে তো আর আলাদা করে গাড়ি রেজিস্ট্রেশন সম্ভব নয়, তাই পুরো প্রক্রিয়াটি সহজ করে তুলতে এই উদ্যোগ। তবে শুধু সরকারি নয়, বেসরকারি খাতের কর্মচারীরা যাঁদের অফিসের চারটিরও বেশি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে শাখা রয়েছে, তাঁরাও ব্যক্তিগত যানবাহনের জন্য BH রেজিস্ট্রেশন আবেদন করতে পারেন।

অনলাইন আবেদন

গাড়ি যিনি কিনছেন তাঁর হয়ে ডিলারের পক্ষ থেকে বাহন পোর্টালে ফর্ম ২০-এ একটি অনলাইন আবেদন পূরণ করতে হয়। সেখান থেকেই BH রেজিস্ট্রেশনের জন্য আবেদনের প্রক্রিয়া শুরু হয়। এক্ষেত্রে, গাড়ির রেজিস্ট্রেশনের জন্য ডিলারকে ভারত সিরিজ বা BH সিরিজ হিসাবে সিরিজের ধরণ বেছে নিতে হবে।

ডকুমেন্ট এবং খরচ

বাহন পোর্টালে অনলাইন আবেদন প্রক্রিয়ার সময়, ডিলারকে গাড়ি ক্রেতার জন্য একটি কার্যকরী শংসাপত্র জমা দিতে হবে। এর মধ্যে ফর্ম ৬০ বা অফিসিয়াল পরিচয়পত্রের মতো ডকুমেন্ট রাখতে হবে। সব জমা দেওয়ার পরে, নির্দিষ্ট ফি বা মোটরযান ট্যাক্সের টাকা অনলাইন পেমেন্ট করতে হবে। এবার BH সিরিজের রেজিস্ট্রেশন প্লেট পেতে, গাড়ির মালিকদের প্রাথমিকভাবে দুই বছরের জন্য ট্যাক্স দিতে হবে।

RTO অনুমোদন

সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হলে, বাহন ৪.০ পোর্টাল একটি BH সিরিজ নম্বর জারি করবে। তারপর সংশ্লিষ্ট RTO BH সিরিজের আবেদনের চূড়ান্ত অনুমোদন দেবে। অনুমোদন পাওয়ার পর BH সিরিজের রেজিস্ট্রেশন সম্পন্ন হবে।