মুখ্য সংবাদ

ভূমিকম্পের আগে পাবেন এলার্ট, ফোনে কীভাবে ফোনে আর্থকোয়েক এলার্ট চালু করবেন

Published on:

Android users can get earthquake alert how to enable the feature

১৭ ফেব্রুয়ারি ভোর ৫:৩৬ মিনিটে দিল্লি-এনসিআর জুড়ে একটি শক্তিশালী ভূমিকম্প অনুভব করেছেন বাসিন্দারা। প্রচুর মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে আসেন। নয়ডা, গাজিয়াবাদ, গুরুগ্রাম, ফরিদাবাদ, সোনিপত এবং মিরাটের মতো এলাকার মানুষ এই কম্পন অনুভব করেছেন বলে খবর। সরকারি তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দিল্লি। রিখটার স্কেলে মাত্রা ৪.০।

তবে চিন্তা নেই, ভূমিকম্প হলে এলার্ট দেবে আপনার স্মার্টফোন। এই সুবিধা অ্যান্ড্রয়েড ও আইফোনে দু’জায়গাতেই পাওয়া যায়। কীভাবে ফিচারটি চালু করবেন জেনে রাখুন।

গুগলের ব্লগ পোস্ট অনুযায়ী, অ্যান্ড্রয়েড ফোনে ভূমিকম্প সতর্কতা ব্যবস্থা ভারত-সহ বেশ কয়েকটি দেশে উপলব্ধ। যদিও সম্প্রতি ব্রাজিলে এটি বন্ধ করে দেওয়া হয়েছে। আপনি যদি একজন অ্যান্ড্রয়েড ব্যবহারকারী হন, তাহলে এই সহজ পদক্ষেপগুলি অনুসরণ করুন।

ফোনে ভূমিকম্পের এলার্ট কীভাবে পাবেন

  • প্রথমে আপনার স্মার্টফোনের সেটিংস খুলুন।
  • তারপর Safety and Emergency অপশনে ট্যাপ করুন।
  • এবার Earthquake Alerts অপশনে ক্লিক করুন।
  • ফিচারটি চালু করতে সুইচটি টগল করুন।

একবার এই ফিচারটি চালু হয়ে গেলে, আপনার কাছাকাছি ঘটতে থাকা ভূমিকম্প সম্পর্কে আপডেট পাবেন। তবে মনে রাখতে হবে যে, এই সতর্কতা ব্যবস্থা শুধুমাত্র ৪.৫ মাত্রা বা তার বেশি ভূমিকম্পের জন্য সক্রিয় থাকে এবং কম তীব্রতার ভূমিকম্পের জন্য কাজ করে না।

কীভাবে কাজ করে ফিচারটি?

মূলত, প্রতিটি অ্যান্ড্রয়েড স্মার্টফোনে একটি অ্যাক্সিলোমিটার থাকে, যা সিসমোমিটারের মতোই কাজ করে। এই সেন্সরটি কম্পন শনাক্ত করে। ভূমিকম্প অনুভূত হলে ব্যবহারকারীদের সতর্কতা পাঠায়। যদি আপনার ফোন চার্জে থাকে, তাহলে এটি দ্রুত ভূমিকম্পের প্রাথমিক পর্যায়গুলি শনাক্ত করতে পারে এবং সতর্কতা জারি করে।