মুখ্য সংবাদ

Instagram ব্যবহারকারীদের জন্য সুখবর, খারাপ কমেন্টে করা যাবে ডিসলাইক

Published on:

Instagram testing comment dislike feature

Instagram তাদের ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার নিয়ে আসছে। নিউইয়র্ক পোস্টের রিপোর্ট অনুযায়ী, ইনস্টাগ্রাম নতুন একটি ফিচার নিয়ে পরীক্ষা চালাচ্ছে যা ব্যবহারকারীকে কমেন্ট ডিসলাইক করার সুযোগ দেবে। যদিও ফিচারটি লঞ্চের বিষয়ে মেটার পক্ষ থেকে এখনও কিছু নিশ্চিত করা হয়নি, তবে অনেক ইনস্টাগ্রাম ব্যবহারকারী কমেন্ট সেকশনে লাইক হার্টের পাশে একটি ডাউন অ্যারো দেখতে পারছেন বলে জানিয়েছেন। এই ইনস্টাগ্রাম ফিচারটি রেডিটের ডাউনভোট বাটন দ্বারা অনুপ্রাণিত বলে মনে হচ্ছে।

সমালোচনা Instagram ব্যবহারকারীদের

ইনস্টাগ্রামের কমেন্ট ডিসলাইক ফিচার নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন অনেক ইন্টারনেট ব্যবহারকারীরা। নতুন ডাউন অ্যারো বাটন দেখানো কমেন্ট সেকশনের স্ক্রিনশট শেয়ার করে ব্যবহারকারীরা এই বাটনের সমালোচনা করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘দেখে মনে হচ্ছে তারা আমাদের তর্ক করতে এবং একে অপরকে ঘৃণা করতে দেখতে চায়।’ ফিচারটির সমালোচনা করা অনেক ইনস্টাগ্রাম ব্যবহারকারী বলেছেন যে, নতুন ফিচারটি তরুণদের মানসিক স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে।

মেটার এক মুখপাত্র বলেছেন যে, নতুন ফিচারটি ব্যবহারকারীদের একটি নির্দিষ্ট মন্তব্য ভালো না লাগলে তা জানান দিতে সাহায্য করবে। নতুন বাটনটি কনটেন্ট ক্রিয়েটরদের পোস্টে বাজে মন্তব্য কমাতে সহায়তা করতে পারে।

এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী বলেন, ‘কোনো কমেন্ট পছন্দ না হলে ক্রিয়েটররা হয়তো এর ভিজিবিলিটি কমাতে পারবেন এবং ফলোয়ারদের সাথে কথোপকথনের জন্য ইতিবাচক পরিবেশ পাবেন। প্রযুক্তি সাইট ভার্জকে দেওয়া এক বিবৃতিতে ইনস্টাগ্রামের মুখপাত্র ক্রিস্টিন পাই জানিয়েছেন, “সীমিত সংখ্যক ব্যবহারকারীদের মধ্যে” ডিসলাইক বাটন পরীক্ষা করা হচ্ছে। তবে এই পরীক্ষা কতদিন চলবে তা নিশ্চিত করেনি মেটা।