গুগল ম্যাপস বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত অ্যাপগুলোর মধ্যে একটি। এই অ্যাপে একাধিক ফিচার যুক্ত আছে, যা ব্যবহারকারীদের অভিজ্ঞতা দুর্দান্ত করে তোলে। সাধারণত Google Maps ফোনে কাজ করার জন্য ইন্টারনেট প্রয়োজন। তবে ইন্টারনেট ছাড়াও গুগল ম্যাপস রাস্তা চিনিয়ে আপনাকে গন্তব্যে পৌঁছে দিতে পারে। এরজন্য আপনাকে একটি বিশেষ ফিচার ব্যবহার করতে হবে।
এই ফিচারের দ্বিতীয় সুবিধা হলো, আপনার পছন্দের জায়গায় পৌঁছাতে প্রতিবার ম্যাপে লোকেশন এন্ট্রি করার প্রয়োজন হবে না। এই প্রতিবেদনে, আমরা Google Maps অ্যাপে পছন্দের লোকেশন সেভ রাখার একটি সহজ উপায় সম্পর্কে বলবো, যারফলে ইন্টারনেট ছাড়াই বা দুর্বল ইন্টারনেট কানেক্টিভিটি থাকলেও সহজেই রাস্তা চিনে যাওয়া যাবে।
কীভাবে অফলাইনে গুগল ম্যাপস ব্যবহার করবেন?
- প্রথমে আপনার অ্যান্ড্রয়েড ফোন বা ট্যাবলেটে গুগল ম্যাপস অ্যাপটি খুলুন। এই সময় আপনার ইন্টারনেট কানেক্টিভিটির প্রয়োজন হবে এবং অ্যাপে সাইন ইন করতে হবে।
- এখন আপনি যে অবস্থানে যেতে চান তা সার্চ করুন এবং জায়গার উপরে ক্লিক করুন। তারপরে, অফলাইন ম্যাপস ডাউনলোড করুন। এখন আপনি ইন্টারনেট ছাড়াই আপনার এন্টার করা রোকেশনে পৌঁছাতে সক্ষম হবেন। তবে মনে রাখবেন যে ইন্টারনেট ছাড়া, আপনি ট্রাফিক পরিস্থিতি সম্পর্কে আপডেট পাবেন না।
গুগল ম্যাপে একাধিক লোকেশন সেভ করুন
– আপনার অ্যান্ড্রয়েড এবং আইফোনে গুগল ম্যাপস খুলুন।
– গুগল ম্যাপে আপনি যে লোকেশন সেভ করতে চান তা খুলুন।
– আপনি লোকেশনের নীচে একটি সেভ বাটন দেখতে পাবেন। এটাতে ক্লিক করুন।
– এখন আপনি প্রাইভেট, ফেভারিট, ওয়ান্ট টু গো, ট্রাভেল প্ল্যান থেকে একটি অপশন বেছে নিতে পারবেন।
এভাবে আপনি গুগল ম্যাপে লোকেশন সেভ করতে পারবেন।