ওয়ানপ্লাস তাদের মেটাল বিল্ট স্মার্টফোনে বাম্পার ডিসকাউন্ট দিচ্ছে। যেকারণে OnePlus Nord 4 5G অনলাইন শপিং প্ল্যাটফর্ম অ্যামাজনে কম দামে বিক্রি হচ্ছে। এই ফোনে আছে ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫৫০০ এমএএইচ ব্যাটারি। এছাড়া প্রিমিয়াম মেটাল ফিনিশ সহ আসা এই ডিভাইসে কোয়ালকম প্রসেসর ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরা আছে।
OnePlus Nord 4 5G এই লোভনীয় অফারের সাথে কেনার সুযোগ
ওয়ানপ্লাসের এই ডিভাইসের ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেল অনলাইন শপিং প্ল্যাটফর্ম অ্যামাজনে ২৯,৯৯০ টাকায় তালিকাভুক্ত আছে। আবার এই হ্যান্ডসেটের সাথে নির্বাচিত ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে পেমেন্টে ৪,০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে।
এছাড়া পুরনো ফোন বদলে ২৭,৩৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্ট মিলবে। তবে এক্সচেঞ্জ ভ্যালু নির্ভর করবে পুরনো ফোনের মডেল ও কন্ডিশনের ওপর। এই স্মার্টফোনটি ওয়েসিস গ্রিন, মার্কিউরিয়াল সিলভার এবং অবসিডিয়ান ব্ল্যাক কালার অপশনে পাওয়া যাবে।
OnePlus Nord 4 5G এর স্পেসিফিকেশন
ওয়ানপ্লাস নর্ড ৪ ৫জি স্মার্টফোনে আছে ৬.৭৪ ইঞ্চি ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে আছে যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২১৫০ নিটের পিক ব্রাইটনেস সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৭ প্লাস জেন ৩ চিপসেট এবং ১৬ জিবি পর্যন্ত র্যাম সহ ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ পাওয়া যাবে। ব্যাক প্যানেলে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ। যেখানে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ৮ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর পাওয়া যাবে
আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য রয়েছে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ওয়ানপ্লাস নর্ড ৪ ৫জি স্মার্টফোনে ৫৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই চার্জিং ব্যবস্থা ২৮ মিনিটের মধ্যে ১০০ শতাংশ চার্জ করে দেয়।