মার্চ মাসে অনুষ্ঠিত হতে চলা মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) চলাকালীন Xiaomi 15 সিরিজ বিশ্ব বাজারে লঞ্চ হবে বলে জানা গেছে। এই লাইনআপে Xiaomi 15 Ultra এবং সম্ভবত Xiaomi 15 অন্তর্ভুক্ত থাকবে। কিছুদিন আগে শাওমি ইন্ডিয়ার তরফে নিশ্চিত করা হয়েছে যে এই সিরিজ ভারতে ২ মার্চ লঞ্চ হবে। এখন আবার একজন টিপস্টার ভারতে Xiaomi 15 এবং Xiaomi 15 Ultra এর সেলের তারিখ জানিয়েছেন।
Xiaomi 15 সিরিজের ভারতে সেল শুরু হতে পারে ২১ মার্চ থেকে
টিপস্টার অভিষেক যাদব এক্স-এ দাবি করেছেন যে, শাওমি ১৮ মার্চ শাওমি ১৫ এবং শাওমি ১৫ আল্ট্রা এর ভারতীয় ভ্যারিয়েন্টের দাম ঘোষণা করবে। আর আগামী ২১ মার্চ থেকে দেশে বিক্রির জন্য উপলব্ধ হবে ফোনগুলি।
ব্র্যান্ডটি এর আগে জানিয়েছিল যে শাওমি ১৫ সিরিজের অধীনে নতুন আল্ট্রা মডেল ২ মার্চ বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ইভেন্টে লঞ্চ হবে। তবে ওইসময় এর ভারতীয় ভ্যারিয়েন্টের দাম জানানো হবে না।
উল্লেখ্য, Xiaomi SU7 Ultra EV এর পাশাপাশি Xiaomi 15 Ultra এই মাসের শেষের দিকে চীনে লঞ্চ হবে। আগামী ২৬ ফেব্রুয়ারি এরজন্য লঞ্চ ইভেন্টের আয়োজন করা হয়েছে।
Exclusive ✨
As per my source, Xiaomi will announce the Indian prices for the Xiaomi 15 and 15 Ultra on March 18, 2025, and they will go on sale from March 21. 🤞#Xiaomi15Ultra pic.twitter.com/5N0hGyTWFX
— Abhishek Yadav (@yabhishekhd) February 19, 2025
Xiaomi 15 Ultra এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)
শাওমি ১৫ আল্ট্রা সম্প্রতি অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম, ১৬ জিবি র্যাম এবং অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসরের সাথে Geekbench AI ডেটাবেসে উপস্থিত গিয়েছিল। এতে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে, যার মধ্যে ৫০ মেগাপিক্সেল ১-ইঞ্চি টাইপ সনি এলওয়াইটি৯০০ সেন্সর, ৫০ মেগাপিক্সেল স্যামসাং আইএসওসেল জেএন৫ আল্ট্রা ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স৮৫৮ টেলিফোটো সেন্সর এবং ৪.৩এক্স অপটিক্যাল জুম সহ ২০০ মেগাপিক্সেল স্যামসাং আইএসওসেল এইচপি৯ সেন্সর পাওয়া যাবে। এটি আইপি৬৮ এবং আইপি৬৯ রেটিং সহ আসবে।
Xiaomi 15 এর ফিচার
শাওমি ১৫ গত অক্টোবরে শাওমি ১৫ প্রো এর পাশাপাশি চীনে লঞ্চ হয়েছিল। প্রো মডেলটি চীনের বাজারে সীমাবদ্ধ থাকার সম্ভাবনা রয়েছে। স্ট্যান্ডার্ড মডেলটি লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট দ্বারা চালিত এবং এতে ৬.৩৬-ইঞ্চি ১.৫কে ওএলইডি ডিসপ্লে আছে, যা সর্বাধিক ৩২০০ নিট ব্রাইটনেস দেবে। এতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ লাইকা-টিউনড ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাবে।