ইন্টারনেট গতির নিরিখে ২০২৪ সালের চতুর্থ ত্রৈমাসিকে সবথেকে দ্রুত ৫জি পরিষেবা দিয়েছে Jio, দাবি করল ওকলা। রিলায়েন্স জিও, একমাত্র ভারতীয় টেলিকম অপারেটর যারা 5G SA (স্ট্যান্ডঅ্যালোন) নেটওয়ার্কের অধীন বিশ্বব্যাপী সেরা ডাউনলোড গতি প্রদান করছে। ওকলা উল্লেখ করেছে যে, 5G SA উপলব্ধতার দিক থেকে, এই দেশগুলি বিশ্বের শীর্ষস্থানীয় – চীন (৮০%), ভারত (৫২%) এবং মার্কিন যুক্তরাষ্ট্র (২৪%)।
ভারতে ৫জি’র ডাউনলোড ও আপলোড গতি
গড় ডাউনলোড গতির বিচারে, ২০২৪ সালের চতুর্থ ত্রৈমাসিকে ২৬০.৭১ এমবিপিএস-সহ 5G SA-তে ভারত সকল দেশের মধ্যে শীর্ষে ছিল। চীনের গড় গতি ২২৪.৮২ এমবিপিএস, জাপানের ২৫৪.১৮ এমবিপিএস এবং ইউরোপের ২২১.১৭ এমবিপিএসের চেয়েও বেশি। তবে, ভারতে গড় ল্যাটেন্সি ছিল ৫২.২৪ এমবিপিএস এবং আপলোড গতি ছিল ১৫.৬৯ এমবিপিএস, যা তুলনামূলকভাবে কম প্রতিযোগিতামূলক বলে জানিয়েছে ওকলা।
উল্লেখ্য, এই মুহূর্তে দেশে জিও এবং এয়ারটেলের ৫জি পরিষেবা সক্রিয় রয়েছে। তৃতীয় টেলকো হিসাবে ভোডাফোন আইডিয়া সম্প্রতি ৫জি চালু করার ঘোষণা করেছে।
ওকলা এদিন জানিয়েছে যে, বিশ্বব্যাপী, ৫জি এসএ নেটওয়ার্ক ৫জি এনএসএ (নন-স্ট্যান্ডঅ্যালোন) নেটওয়ার্কের তুলনায় গুরুত্বপূর্ণ। কারণ এটি উল্লেখযোগ্যভাবে উন্নত কর্মক্ষমতা প্রদান করছে। কোম্পানির মতে, ৫জি এসএ-তে গড় ডাউনলোড গতি ভারতের ৫জি এনএসএ নেটওয়ার্কের তুলনায় ৩১% বেশি। একই সময়ে, ৫জি এসএ-তে, ল্যাটেন্সিগুলি চীন এবং ইউরোপের ৫জি এনএসএ নেটওয়ার্কের তুলনায় ২০% কম। আর মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপানের তুলনায় ২৫% এরও বেশি কম।
ভারতে 5G SA পরিষেবা দিচ্ছে শুধু জিও
ভারতে শুধুমাত্র রিলায়েন্স জিও মোবাইল গ্রাহকদের জন্য 5G SA নেটওয়ার্ক স্থাপন করেছে। এয়ারটেল 5G SA স্থাপন করলেও, কেবল FWA (ফিক্সড-ওয়্যারলেস গ্রাহকদের) এর উপর মনোনিবেশ করেছে। বিপরীতে, 5G NSA-তে যদি কোনও সীমাবদ্ধতা আসে তখনই মোবাইল নেটওয়ার্কের জন্য 5G SA-তে স্থানান্তরিত হতে পারে এয়ারটেল।
অন্যদিকে, দেশের মোবাইল ব্যবহারকারীরা ধীরে ধীরে ৫জি ফোনে স্থানান্তরিত হচ্ছেন। বর্তমানে, বাজারে কম দামে একাধিক 5G SA সাপোর্ট করে এমন ফোন চলে এসেছে।