টেলিকম

TV দর্শকদের জন্য বড় স্বস্তি, কোম্পানি বদলালেও আর পরিবর্তন করতে হবে না সেট-টপ বক্স

Published on:

Trai new rules set top box dont need to replace switching service providers

দেশজুড়ে সেট-টপ বক্স ব্যবহারকারীদের জন্য বড় নিয়ম আনতে চলেছে টেলিকম রেগুলেটর অথরিটি অফ ইন্ডিয়া, যারপর স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন তারা। কারণ ট্রাই-এর প্রস্তাব যে মোবাইল সিমের মতো DTH পরিষেবা প্রদানকারী পরিবর্তন করার সময় ব্যবহারকারীদের আর সেট-টপ বক্স বদলাতে হবে না। অর্থাৎ এক কোম্পানি ছেড়ে আর এক কোম্পানির পরিষেবা নিলে সেট-টপ বক্স পরিবর্তন করতে হবে না।

সেট-টপ বক্স বদলাতে হবে না

উদাহরণস্বরূপ, এখন যারা টাটা স্কাই ব্যবহার করেন তারা যদি এয়ারটেলে চলে আসতে চায়, তাহলে তাদের সম্পূর্ণ সেট-টপ বক্স পরিবর্তন করতে হয়। এটি একটি সমস্যা হিসাবে চিহ্নিত করেছে ট্রাই। টেলিকম নিয়ন্ত্রক সংস্থার নয়া পদক্ষেপ অনুযায়ী, পরিবর্তন করার বাধ্যবাধকতা তুলে দেওয়া হচ্ছে। পাশাপাশি IPTV পরিষেবা প্রদানকারীদের জন্য ন্যূনতম নেট মূল্যের প্রয়োজনীয়তা কমানোর প্রস্তাব করা হয়েছে।

সম্পূর্ণ কার্যক্রমকে আরও সহজ করার লক্ষ্যে ট্রাই সম্প্রতি ২০২৩ সালের টেলিযোগাযোগ আইনের অধীনে সম্প্রচার পরিষেবার জন্য বদল এনেছে। পরিষেবা কর্তৃপক্ষ সম্পর্কিত সুপারিশগুলির একটি রূপরেখা প্রকাশ করা হয়েছে, যা ১৮৮৫ সালের পুরানো টেলিগ্রাফ আইনকে প্রতিস্থাপন করতে চলেছে।

ট্রাই-এর মতে, এই সুপারিশগুলি সম্প্রচার ক্ষেত্রে বৃদ্ধিকে উৎসাহিত করার একটি বড় পদক্ষেপ এবং ব্যবসায়িক কার্যক্রম সহজ করার সূচনা। ট্রাই জানিয়েছে, সম্প্রচার পরিষেবা প্রদানকারী এবং টেলিকম অপারেটরদের স্বেচ্ছায় অবকাঠামো ভাগ করা উচিত। এই সুপারিশের আরও একটি লক্ষ্য হল, টেলিভিশন চ্যানেল বিতরণে ভোক্তাদের জন্য পর্যাপ্ত বিকল্প আনা এবং একটি সেট-টপ বক্স ব্যবহারের অনুমতি দিয়ে ইলেকট্রনিক বর্জ্য হ্রাস করা।

অন্যদিকে, আইপিটিভি পরিষেবা দিতে ইচ্ছুক কোম্পানিগুলির জন্য ন্যূনতম ১০০ কোটি টাকার নেট মূল্যের প্রয়োজনীয়তা বাদ দেওয়ার পরামর্শও দিয়েছে ট্রাই। পাশাপাশি রেডিয়ো সম্প্রচার পরিষেবাগুলির প্রযুক্তিগত দক্ষতা উন্নত করার প্রস্তাব দিয়েছে ট্রাই।