সদ্য লঞ্চ হওয়া Samsung Galaxy S25 সিরিজের টপ মডেল S25 আলট্রা। এই ফোনে রয়েছে তুখোড় সব ফিচার। স্যামসাংয়ের এই ফ্ল্যাগশিপ ফোন এবার ব্যাপক সস্তায় পাওয়া যাচ্ছে। প্রায় ৩০ হাজার টাকা কমে গিয়েছে দাম। ১,২৯,৯৯৯ টাকার Galaxy S25 আলট্রা পাওয়া যাবে ৯৯,৯৯৯ টাকায়। কোন সাইটে মিলছে এমন অফার? ই-কমার্স সাইট অ্যামাজনে এই অফারটি পাওয়া যাচ্ছে।
৩০ হাজার টাকা সস্তা হল Samsung Galaxy S25 আলট্রা
আসলে Samsung Galaxy S25 আলট্রা কিনলে ৯ হাজার টাকা ফ্ল্যাট ব্যাংক ডিসকাউন্ট পাওয়া যাবে। আবার ১০ হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস রয়েছে। এর পাশাপাশি ১১,০০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। এই সমস্ত ছাড় একত্রিত করে, আপনি নতুন স্মার্টফোনে ৩০,০০০ টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারবেন।
Samsung Galaxy S25 Ultra মডেলের দাম
Samsung Galaxy S25 আলট্রা তিনটি স্টোরেজ বিকল্পে উপলব্ধ – ২৫৬ জিবি, ৫১২ জিবি এবং ১ টিবি। দাম শুরু ১,২৯,৯৯৯ টাকা থেকে। অন্য দুটি মডেলের দাম যথাক্রমে : ১,৪১,৯৯৯ টাকা এবং ১,৬৫,৯৯৯ টাকা। এই ফোন চারটি রংয়ের বিকল্প উপস্থিত : টাইটানিয়াম কালো, টাইটানিয়াম নীল, টাইটানিয়াম ধূসর এবং টাইটানিয়াম সিলভার।
Samsung Galaxy S25 Ultra : ফিচার
কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর, ৬.৯ ইঞ্চি ডায়নামিক ২x অ্যামোলেড ডিসপ্লে রয়েছে এই ফোনে। মিলবে শক্তিশালী ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াট চার্জিং সাপোর্ট। এই ডিভাইসে রয়েছে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, যার মধ্যে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং দুটি অতিরিক্ত ১২ মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি এবং ভিডিয়ো কলের জন্য রয়েছে ১২ মেগাপিক্সেল ক্যামেরা। স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক স্যামসাং ওয়ানইউআই ৭ কাস্টম স্কিনে চলে।