মোবাইল

৭০০০ টাকার কমে ৫০ মেগাপিক্সেল ক্যামেরার Poco, Samsung এবং Motorola স্মার্টফোন

Published on:

Smartphone under 7000 with 50 megapixel camera poco Samsung Motorola

আপনি যদি এন্ট্রি-লেভেল সেগমেন্টে সেরা ফোনের সন্ধান করে থাকেন তাহলে ফ্লিপকার্ট বিগ সেভিং ডেজ সেলের অফারগুলি মিস করবেন না। ৫ মার্চ পর্যন্ত চলা এই সেলে Poco, Samsung এবং Motorola স্মার্টফোন ৭,০০০ টাকার কম দামে কেনা যাবে। এরমধ্যে সবচেয়ে সস্তা হ্যান্ডসেটটির দাম মাত্র ৫,৮৯৯ টাকা।ষ সেল চলাকালীন এই ডিভাইসগুলির সাথে ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং ক্যাশব্যাক দেওয়া হচ্ছে। সাথে রয়েছে আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার।

ফ্লিপকার্ট বিগ সেভিং ডেজ সেলে ৭০০০ টাকার কমে স্মার্টফোন

POCO C61

পোকো সি৬১ এর ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্ট ফ্লিপকার্টে ৫,৮৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। ব্যাঙ্ক অফারের মাধ্যমে আপনি এর দাম আরও ৫ শতাংশ পর্যন্ত কমাতে পারবেন। এরজন্য ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড দিয়ে পেমেন্ট করতে হবে। এই স্মার্টফোনটির ইএমআই শুরু হবে ২০৮ টাকা থেকে। এই হ্যান্ডসেটে আছে ৬.৭১ ইঞ্চি HD+ ডিসপ্লে। এর প্রাইমারি রিয়ার ক্যামেরা ৮ মেগাপিক্সেল। এতে হেলিও জি৩৬ চিপসেট ও ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

Motorola G05

মোটোরোলা জি০৫ এর ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্ট ফ্লিপকার্টে এখন ৬,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। ব্যাঙ্ক অফারের মাধ্যমে এর দাম আরও ১০ শতাংশ পর্যন্ত কমানো যাবে। ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ডহোল্ডাররা পেমেন্টে ৫ শতাংশ ক্যাশব্যাক পাবেন। এর সাথে ৪,৬৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসও রয়েছে। ফিচারের কথা বললে এতে ৬.৬৭ ইঞ্চি HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এছাড়া এতে পাওয়া যাবে হেলিও জি৮১ চিপসেট ও ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা।

Samsung Galaxy F05

Samsung Galaxy F05 এর ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্ট ফ্লিপকার্টে ৬,৪৯৯ টাকায় বিক্রি হচ্ছে। ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড থাকলে ৫ শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে। এক্সচেঞ্জ অফারের সুবিধা নিতে পারলে ৪৬০০ টাকা পর্যন্ত ছাড় উপভোগ করা যাবে। এথ ইএমআই শুরু ২২৯ টাকা থেকে। এই ডিভাইসে রয়েছে ৫০ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা। এর ডিসপ্লে ৬.৭৪ ইঞ্চি। হেলিও জি৮৫ প্রসেসরে চলা এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।