শীঘ্রই নতুন তিনটি স্মার্টফোন সিরিজ লঞ্চ করার পরিকল্পনা করছে Motorola। সংস্থাটি Moto G56, Moto G86 এবং Motorola Edge 60 সিরিজের ফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। উল্লেখ্য, মোটোরোলা এজ ৫০ সিরিজ ২০২৪ সালের আগস্টে ভারতে লঞ্চ হয়েছিল। এজ ৬০ সিরিজ তার আগেই বাজারে আসবে বলে মনে করা হচ্ছে। এজ ৬০ সিরিজে প্রো এবং ফিউশন ভ্যারিয়েন্ট থাকার সম্ভাবনা রয়েছে, যেগুলি Edge 50 Pro এবং Edge 50 Fusion এর উত্তরসূরি হবে। আসুন আপকামিং মোটোরোলা ডিভাইসগুলি সম্পর্কে কি কি তথ্য সামনে এল জেনে নেওয়া যাক।
Motorola Edge 60 সিরিজের দাম ও স্টোরেজ ভ্যারিয়েন্ট
Motorola Edge 60 Fusion: মোটোরোলা এজ ৬০ ফিউশন সম্ভবত ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনে পাওয়া যাবে। এর দাম রাখা হবে ৩৫০ ইউরো (প্রায় ৩৩,১০০ টাকা)। এটি ব্লু ও গ্রে কালারে আসবে।
Motorola Edge 60: স্ট্যান্ডার্ড মোটোরোলা এজ ৬০ গ্রীন এবং সি ব্লু কালারে পাওয়া যাবে। এর ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৮০ ইউরো (প্রায় ৩৬,০০০ টাকা) দাম রাখা হতে পারে। আর মোটোরোলা এজ ৬০ প্রো এর দাম ৬০০ ইউরো (প্রায় ৫৬,৮০০ টাকা) রাখা হবে এবং এটি ব্লু, গ্রীন এবং পার্পেল কালারে পাওয়া যাবে। এই ফোনে ৫১০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ৬৮ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
Moto G56, Moto G86 এর র্যাম ভ্যারিয়েন্ট ও দাম
Moto G56: রিপোর্টে দাবি করা হয়েছে যে মোটো জি৫৬ ব্ল্যাক, ব্লু এবং লাইট গ্রীন আসবে। এর ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের হ্যান্ডসেটটির দাম ২৫০ ইউরো (প্রায় ২৩,৭০০ টাকা) থাকতে পারে।
Moto G86: এই মোটো ফোনের ৮ জিবি + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৩০ ইউরো (প্রায় ৩১,২০০ টাকা) রাখা হতে পারে। হ্যান্ডসেটটি গোল্ডেন, লাইট পার্পেল, রেড ও ব্লু কালারে আসবে।