তেল খরচ থেকে বাঁচতে এবং পরিবেশ দূষণ কমাতে ইতিমধ্যে বহু মানুষ ইলেকট্রিক স্কুটারের দিকে ঝুঁকতে শুরু করেছেন। সেইসব আগ্রহী ক্রেতাদের জন্য এদিন হাজির হল নতুন ইলেকট্রিক স্কুটার Simple OneS। দুর্দান্ত রেঞ্জ সহ লঞ্চ হয়েছে এই ইলেকট্রিক স্কুটার। বাজারে যার প্রধান প্রতিপক্ষ হতে চলেছে ওলা। শুধু রেঞ্জ নয়, আকর্ষণীয় লুক এবং স্মার্ট ফিচারে ভরপুর এই ইলেকট্রিক স্কুটার।
Simple OneS ইলেকট্রিক স্কুটারের ব্যাটারি ও রেঞ্জ
সিম্পল ওয়ানএস ইলেকট্রিক স্কুটারে রয়েছে ৩.৭ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক, সঙ্গে ৮.৫ কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন মোটর। এই স্কুটার ফুল চার্জে ১৮১ কিলোমিটার রেঞ্জ দিতে পারে বলে দাবি করেছে কোম্পানি। এতে চারটি রাইডিং মোড রয়েছে – ইকো, রাইড, ড্যাশ এবং সনিক। সনিক মোডে ইলেকট্রিক স্কুটারটি ২.৫৫ সেকেন্ডে ০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টা গতি স্পর্শ করতে পারে। সর্বোচ্চ গতি ১০৫ কিমি প্রতি ঘণ্টা।
Simple OneS ইলেকট্রিক স্কুটারের ফিচার্স
সিম্পল ওয়ানএস-এ রয়েছে ৭ ইঞ্চির টাচস্ক্রিন ড্যাশবোর্ড, যা কাস্টমাইজেবল থিম, অ্যাপ ইন্টিগ্রেশন, টার্ন-বাই-টার্ন নেভিগেশন এবং ওভার-দ্য-এয়ার আপডেট দিতে সক্ষম। এতে ফাইন্ড মাই ভেহিকেল, টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম এবং রিজেনারেটিভ ও র্যাপিড ব্রেকিং সিস্টেমের মতো আধুনিক বৈশিষ্ট্য রয়েছে। ইলেকট্রিক স্কুটারটিতে পার্ক অ্যাসিস্ট ফাংশনও রয়েছে, যা সামনের দিকে এবং বিপরীত দিকে উভয় দিকেই চলাচল করতে পারে। এছাড়াও মিলবে ৫জি ই-সিম, ওয়াই-ফাই এবং ব্লুটুথ কানেক্টিভিটি।
Simple OneS ইলেকট্রিক স্কুটারের দাম
সিম্পল ওয়ানএস ইলেকট্রিক স্কুটারের দাম শুরু ১,৩৯,৯৯৯ টাকা (এক্স-শোরুম) থেকে। দেশজুড়ে ১৫টি শহরে অবস্থিত কোম্পানির শোরুমে পাওয়া যাবে এই ইলেকট্রিক স্কুটার। আগামীদিনে ২৩টি রাজ্যে আরও ১৫০টি শোরুম ও ২০০টি সার্ভিস সেন্টার খোলার পরিকল্পনা নিয়েছে সংস্থা।