Vivo আগামী মাসে একটি মেগা লঞ্চ ইভেন্টে একাধিক পণ্য উন্মোচন করবে বলে শোনা যাচ্ছে। X200 Ultra, X200S, Vivo Watch 5, এবং Pad 4 Pro এপ্রিলে চীনে লঞ্চ হতে পারে। সম্প্রতি, ভিভোর একটি ট্যাবলেট চীনের 3C সার্টিফিকেশন পেয়েছে। এই ট্যাবটিই আসন্ন Vivo Pad 4 Pro বলে অনুমান করা হচ্ছে। লেটেস্ট রিপোর্ট থেকে ইতিমধ্যেই ডিভাইসটির ডিসপ্লে, চিপসেট এবং চার্জিং স্পিড সম্পর্কে জানা গিয়েছে। আর এখন ভিভোর নতুন ট্যাবটির আরও গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে।
Vivo Pad 4 Pro: স্পেসিফিকেশন (সম্ভাব্য)
জনপ্রিয় টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের দাবি, ভিভো প্যাড ৪ প্রো ১২.৯৫ ইঞ্চির এলসিডি ডিসপ্লের সাথে আসবে, যা ৩.১K রেজোলিউশন অফার করবে। ট্যাবটির অভ্যন্তরে ডাইমেনসিটি ৯৪০০ চিপসেট থাকবে। এটি ৮ জিবি, ১২ জিবি অথবা ১৬ জিবি র্যাম অপশনে উপলব্ধ হবে। গত বছরের প্যাড ৩ প্রো-এর মতো ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
পাওয়ার ব্যাকআপের জন্য, ভিভো প্যাড ৪ প্রো-তে বিশাল ১২,০০০ এমএএইচ ব্যাটারি থাকার কথা বলা হয়েছে, যা ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করবে। সফটওয়্যারের দিক থেকে, ট্যাবটি অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম নির্ভর অরিজিনওএস ৫ কাস্টম স্কিনে চলবে বলে আশা করা হচ্ছে। এছাড়া, সামনের দিকে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও পিছনে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা থাকবে।
Vivo Pad 4 Pro চাইনিজ মার্কেটে Oppo Pad 4 Pro এবং Xiaomi Pad 7s-এর মতো মডেলগুলির সাথে প্রতিযোগিতার সম্মুখীন হবে। অন্য ট্যাব দুটিও এপ্রিল মাসে চীনে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। ওপ্পোর নতুন ট্যাবলেটে Snapdragon 8 Elite চিপসেট থাকতে পারে, যেখানে শাওমির ট্যাবটি Snapdragon 8s Gen 3 প্রসেসর অফার করবে বলে অনুমান।