মুখ্য সংবাদ

অপেক্ষার অবসান, এই সমস্ত ফোনের জন্য Android 16 বিটা 3 লঞ্চ করল গুগল

Published on:

Android 16 Beta 3 update roll out for google pixel smartphones changelog

আজ আনুষ্ঠানিকভাবে Android 16 Beta 3 প্রকাশ করল গুগল। ইঙ্গিত পাওয়া গিয়েছিল যে, আসন্ন অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেম চূড়ান্ত প্রকাশের কাছাকাছি চলে এসেছে। যদিও এখনই সব ফোনে বিটা ভার্সন পাওয়া যাবে না। নির্বাচিত কিছু মডেলের জন্য অ্যান্ড্রয়েড ১৬ বিটা ৩ ভার্সন নিয়ে এসেছে গুগল।

কোন কোন স্মার্টফোনে পাওয়া যাবে Android 16 Beta 3

জানা গিয়েছে, আজ থেকে অ্যান্ড্রয়েড ১৬ বিটা ৩ পিক্সেল ডিভাইসগুলির জন্য রোল আউট করা হয়েছে। এই পদক্ষেপ ডেভেলপারদের আপডেটেড প্ল্যাটফর্মের আচরণ এবং API-এর সাথে তাদের অ্যাপের সামঞ্জস্যতা চূড়ান্ত করতে সাহায্য করবে।

Android 16 Beta 3 -এর ফিচার

অ্যান্ড্রয়েড ১৬ বিটা ৩ সংস্করণে নিরাপত্তা এবং অ্যাক্সেসিবিলিটির ক্ষেত্রে বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে। সবথেকে উল্লেখযোগ্য ফিচারটি হল Auracast ব্লুটুথ প্রযুক্তির সাপোর্ট। এই ফিচার LE অডিয়ো হিয়ারিং এইড এবং ইয়ারবাডগুলিকে বিমানবন্দর, কনসার্ট হল এবং শ্রেণীকক্ষের মতো পাবলিক স্থান থেকে সরাসরি অডিয়ো স্ট্রিম করার অনুমতি দেয়, যা শ্রবণ প্রতিবন্ধী ব্যবহারকারীদের কার্যকরী।

এছাড়াও, বিটা ৩-এ আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হল উচ্চ বৈসাদৃশ্যযুক্ত টেক্সটের পরিবর্তে আউটলাইন টেক্সট ব্যবহার করা। এই নতুন পদ্ধতিটি টেক্সটের চারপাশে একটি বৃহত্তর, আরও স্পষ্ট বৈসাদৃশ্যযুক্ত স্পেস রাখবে, যা টেক্সটের স্পষ্টতা উন্নত করে এবং পড়তে সহজ হবে।

আনুষ্ঠানিক ভাবে এই বিটা আপডেট অন্যান্য স্মার্টফোনে কবে থেকে চালু হবে তা এখনও জানা যায়নি। আশা করা হচ্ছে, আগামীদিনে অ্যান্ড্রয়েড ১৬ সম্পর্কে আরও খুঁটিনাটি তথ্য জানাতে পারে গুগল।