বেঙ্গালুরুর সংস্থা Oben Electric গত বছরের শেষে Rorr EZ নামে একটি বৈদ্যুতিক মোটরসাইকেল লঞ্চ করেছিল। চমৎকার রেঞ্জ ও ফিচার্সের কারণে অনেক ক্রেতাই বাইকটির প্রতি আগ্রহ দেখাচ্ছেন। কিন্তু তাদের জন্য দুসঃবাদ শোনাল কোম্পানি। ইলেকট্রিক বাইকের ৩.৪ কিলোওয়াট আওয়ার এবং ৪.৪ কিলোওয়াট আওয়ার ব্যাটারি অপশনের দাম ১০,০০০ টাকা বাড়ানো হয়েছে। ফলে নতুন দাম হয়েছে যথাক্রমে ১.১০ লক্ষ টাকা ও ১.২০ লক্ষ টাকা (এক্স-শোরুম)।
ইলেকট্রিক বাইকের রেঞ্জ, স্পিড, ও ফিচার্স
তবে স্বস্তির বিষয় হল, Oben Rorr EZ এর সবচেয়ে সস্তা ভেরিয়েন্টের দাম (৯০,০০০ টাকা) বাড়ানো হয়নি। কিন্তু এই এন্ট্রি-লেভেল মডেলটির দামও শীঘ্রই বাড়াতে পারে কোম্পানি। Oben Rorr EZ ইলেকট্রিক বাইকে তিন ধরনের ব্যাটারি অপশন রয়েছে। ২.৬ কিলোওয়াট আওয়ার ও ৩.৪ কিলোওয়াট আওয়ার এলএফপি ব্যাটারির রেঞ্জ যথাক্রমে ১১০ কিলোমিটার এবং ১৪০ কিলোমিটার।
অন্যদিকে, টপ মডেলে ৪.৪ কিলোওয়াট আওয়ার ক্ষমতার বর্তমান, যা ফুল চার্জে ১৭৫ কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম। প্রতিটি ভ্যারিয়েন্টের টপ স্পিড ঘন্টায় ৯৫ কিলোমিটার। প্রতি ঘন্টায় ০ থেকে ৪০ কিলোমিটার গতি স্পর্শ করতে ৩.৩ সেকেন্ড সময় লাগে। বাইকটি ৫২ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম বলে জানা গিয়েছে।
ফিচার্সের কথা বললে, Oben Rozz EZ ই-বাইকে এলইডি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, জিও-ফেন্সিং, ব্যাটারি থেফ্ট প্রোটেকশন, ড্রাইভার এলার্ট সিস্টেম, কম্বি ব্রেকিং সিস্টেম, তিনটি রাইডিং মোড (ইকো, সিটি এবং হ্যাভক) পাওয়া যাবে। সংস্থার দাবি অনুযায়ী, বাইকের ব্যাটারি ফাস্ট চার্জারে মাত্র ৪৫ মিনিটের মধ্যে ৮০ শতাংশ চার্জ হয়ে যাবে। ওয়ারেন্টিতে ৫ বছর/৭৫,০০০ কিলোমিটার কভারেজ পাওয়া যাবে বলে জানিয়েছে সংস্থা।