মোবাইল

Free Fire বা BGMI খেলার জন্য সেরা পাঁচ স্মার্টফোন, Vivo T3 Ultra সহ OnePlus Nord 4 আছে লিস্টে

Published on:

Best smartphones for free fire bgmi call of duty under 30000 rupees OnePlus vivo nothing

অনেকে ভাবেন কম দামে অর্থাৎ ৩০ হাজার টাকা রেঞ্জের মধ্যে ভালো গেমিং স্মার্টফোন দূরবীন দিয়ে খুঁজতে হয়। কিন্তু, আদতে বাজারে এমন ডিভাইসসের সংখ্যা কম নয়। একাধিক বিকল্প পাবেন যেগুলির দামও কম এবং গেমিংয়ের জন্য একাধিক ফিচার রয়েছে। BGMI হোক বা Call of Duty কিংবা New State Mobile সব রকম হাই-এন্ড গেম খেলা যাবে এই ৫ ডিভাইসে।

৩০০০০ টাকার কমে গেম খেলার জন্য সেরা মোবাইল ফোন

Poco X7 Pro

এই ফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চি AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। মিলবে কর্নিং গরিলা গ্লাস 7i সুরক্ষা এবং ৩২০০ নিটস পিক ব্রাইটনেস। পারফরম্যান্সের জন্য এতে ৪ ন্যানো মিটার মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৪০০ আলট্রা চিপসেট ব্যবহার করা হয়েছে, যা ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য OIS সাপোর্ট-সহ ৫০ এমপি Sony LYT-৬০০ প্রাইমারি রিয়ার ক্যামেরা উপস্থিত। সামনে আছে ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। মিলবে ৬,৫৫০mAh ব্যাটারি এবং ৯০ ওয়াট চার্জিং। অপারেটিং সিস্টেম রয়েছে অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক হাইপারওএস ২।

Vivo T3 Ultra

Vivo T3 Ultra ডিভাইসে রয়েছে ৬.৭৮ ইঞ্চি AMOLED ডিসপ্লে আছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং সর্বোচ্চ ব্রাইটনেস ৪,৫০০ নিট। প্রসেসর রয়েছে মিডিয়াটেক ডাইমনেসিটি ৯২০০+ চিপসেট, যার সাথে ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ যুক্ত আছে। এতে ডুয়াল ক্যামেরা সেটআপ উপস্থিত, যার মধ্যে প্রাইমারি ক্যামেরা ৫০ মেগাপিক্সেল। সামনেও রয়েছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা। আবার এতে ৫,৫০০mAh ব্যাটারি পাবেন যা ৮০ ওয়াট ফাস্ট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করে। এই হ্যান্ডসেটে অ্যান্ড্রয়েড ১৪ এর উপর ভিত্তি করে ফানটাচ ওএস ১৪ পাওয়া যাবে।

iQOO Neo 10R

iQOO Neo 10R ফোনের ডিসপ্লে হল ৬.৭৮ ইঞ্চি AMOLED প্যানেল যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এটিতে স্ন্যাপড্রাগন ৮s জেন ৩ প্রসেসর পাওয়া যাবে, যার সাথে ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ পাওয়া যাবে। ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে যার মধ্যে মূল ক্যামেরা ৫০ মেগাপিক্সেল। সামনে সেলফির জন্য উপস্থিত ৩২ মেগাপিক্সেল ক্যামেরা। এতে ৬৪০০mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৮০ ওয়াট চার্জিং সাপোর্ট করে। এটি অ্যান্ড্রয়েড ১৫ উপর ভিত্তিক ফানটাচ ওএস ১৫ কাস্টম স্কিনে চলে।

OnePlus Nord 4

OnePlus Nord 4 ফোনে রয়েছে ৬.৭৪ ইঞ্চি AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং সর্বোচ্চ উজ্জ্বলতা ২১৫০ নিট। ডিভাইসটি স্ন্যাপড্রাগন ৭ প্লাস জেন ৩ সহ এসেছে। এতেও ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ পাওয়া যাবে। মূল ক্যামেরা ৫০ মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা ১৬ মেগাপিক্সেল। এতে আছে ৫,৫০০mAh ব্যাটারি এবং ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট।

Nothing Phone 3a Pro

Nothing Phone (3a) Pro ডিভাইসে ৬.৭৭ ইঞ্চির AMOLED ডিসপ্লে-সহ মিলবে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৩,০০০ নিট পিক ব্রাইটনেস। এতে রয়েছে ৪ ন্যানো মিটারের স্ন্যাপড্রাগন ৭এস জেনারেশন ৩ চিপসেট, ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ। এর ট্রিপল ক্যামেরা সেটআপ দুর্দান্ত ছবি তুলতে দেবে। এর প্রাইমারি রিয়ার ক্যামেরা ৫০ মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরাও ৫০ মেগাপিক্সেল। এতে রয়েছে ৫,০০০mAh ব্যাটারি, যা ৫০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।