টেলিকম

Vodafone Idea 5G পরিষেবা পেতে নতুন সিম দরকার? কোন স্মার্টফোনে সাপোর্ট করবে? কোন প্ল্যান রিচার্জ করতে হবে

ভোডাফোন আইডিয়ার 5G পরিষেবার সূত্রপাত হয়ে গিয়েছে। শুরুতে মুম্বইয়ে চালু হয়েছে পরিষেবা। এই 5G সংক্রান্ত নানা গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে ... Read more

Published on:

Vodafone Idea vi 5g Smartphone support prepaid plan new sim required west bengal Kolkata service

ভোডাফোন আইডিয়ার 5G পরিষেবার সূত্রপাত হয়ে গিয়েছে। শুরুতে মুম্বইয়ে চালু হয়েছে পরিষেবা। এই 5G সংক্রান্ত নানা গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে কোম্পানি। মুম্বইয়ের পর দিল্লিতে চালু হবে Vi 5G। তবে কলকাতায় কবে চালু হবে তা এখনও বলা হয়নি। চালু হওয়ার আগে কত টাকার রিচার্জ করতে হবে, কী প্রিপেইড প্ল্যান এবং স্পিড কত রয়েছে বা কোন স্মার্টফোনে সাপোর্ট করবে ইত্যাদি তথ্য জেনে নিন।

নতুন Vi 5G সিম নিতে হবে নাকি?

ভোডাফোন আইডিয়া স্পষ্টভাবে জানিয়েছে, ব্যবহারকারীদের যে সিম কার্ডগুলি ৫জি-প্রস্তুত, যার অর্থ হল বিদ্যমান ৪জি-সক্ষম সিমটি সামঞ্জস্যপূর্ণ ৫জি ফোনেও কাজ করবে, সেক্ষেত্রে নতুন সিম নেওয়ার দরকার নেই।

কোন কোন ফোনে পাওয়া যাবে Vodafone Idea 5G পরিষেবা?

নির্দিষ্ট কোনও মডেলের কথা বলা হয়নি। আজকাল বেশিরভাগ ৫জি ফোনেই নির্দিষ্ট ব্যান্ড থাকে যা এয়ারটেল, জিও এবং ভোডাফোন আইডিয়ায় নেটওয়ার্ক সাপোর্ট করে। অর্থাৎ আপনার কাছে সামঞ্জস্যপূর্ণ ৫জি মোবাইল থাকলেই এই পরিষেবা পাবেন। শুধু ফোনের নেটওয়ার্ক সেটিংসে গিয়ে ৫জি অপশন সিলেক্ট করতে হবে।

ভোডাফোন আইডিয়া ৫জি – প্রিপেইড প্ল্যান

নূন্যতম রিচার্জ ২৯৯ টাকা রাখা হয়েছে। এই রিচার্জ করলে ৫জি সুবিধা পাবেন। এছাড়াও, ৩৪৯ টাকা এবং ৩৬৫ টাকায় প্ল্যানও অফার করে সংস্থাটি, এক্ষেত্রে যথাক্রমে ১.৫ জিবি এবং ২ জিবি দৈনিক ডেটা দেওয়া হয়, যার মেয়াদ ২৮ দিন। প্রসঙ্গত, আগামী মাসে বিহার, দিল্লি, কর্ণাটক এবং পঞ্জাবে ৫জি পরিষেবা চালু করতে চলেছে ভোডাফোন আইডিয়া।