অঙ্কিতা মন্ডল, কলকাতা: Kia EV6 Facelift জানুয়ারিতে ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো ইভেন্টে আত্মপ্রকাশ করেছিল। আর গতকাল গাড়িটি লঞ্চ করেছে কোম্পানি। এই সম্পুর্ণ ইলেকট্রিক ক্রসওভারের নতুন ভার্সনের সবচেয়ে বড় হাইলাইট হল ৮৪ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক, যা পূর্ববর্তী ৭৭.৪ কিলোওয়াট ইউনিটের পরিবর্তে ব্যবহার করা হয়েছে। কিয়ার দাবি, এই আপগ্রেড করা ব্যাটারিটি সম্পূর্ণ চার্জে ৬৫০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ সরবরাহ করবে। অর্থাৎ সার্টিফায়েড রেঞ্জের হিসাবে এক চার্জেই কলকাতা থেকে দার্জিলিং যাওয়া যাবে।
নতুন Kia EV6 বেশ কিছু স্টাইলিং আপডেট পেয়েছে, যার মধ্যে সবচেয়ে লক্ষণীয় পরিবর্তন হল নতুন ভাবে ডিজাইন করা হেডলাইট। নতুন ত্রিভুজাকার হেডলাইট ডিজাইনটি ভ্রুর মতো দেখতে এলইডি ডে-টাইম রানিং লাইট দ্বারা পরিপূরক। অন্যান্য বাহ্যিক পরিবর্তনের মধ্যে নতুন ১৯ ইঞ্চি অ্যালয় হুইল, একটি সংশোধিত ফ্রন্ট গ্রিল, এবং পুনর্নির্মিত এয়ার ইনটেক সহ আপডেটেড GT লাইন স্পেসিফিক বাম্পার রয়েছে।
Kia EV6 ফেসলিফ্টের অন্দরমহলের প্রসঙ্গে বললে, ১২.৩-ইঞ্চি প্যানোরামিক কার্ভড ডিসপ্লে রয়েছে, যা ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং ইনফোটেইনমেন্ট সিস্টেম উভয়কেই ইন্টিগ্রেট করে। স্মার্টফোনের মতো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে, যা চালকদের গাড়ি আনলক করে চালু করতে সক্ষম করে। এছাড়া, Kia হিটেড ও ভেন্টিলেটেড সিটের জন্য নতুন নিয়ন্ত্রণ চালু করেছে, যা এখন সেন্টার কনসোলের শেষে অবস্থিত।
নিরাপত্তার দিক থেকে, আপডেট করা EV6 অ্যাডভ্যান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম বা ADAS 2.0 স্যুট দিয়ে সজ্জিত, যার মধ্যে পাঁচটি অতিরিক্ত উন্নত ড্রাইভার সহায়তা বৈশিষ্ট্য রয়েছে। গাড়িটি ৩৫০ কিলোওয়াট ডিসি চার্জার ব্যবহার করে মাত্র ১৮ মিনিটে ১০-৮০ শতাংশ ব্যাটারি চার্জ করতে সক্ষম। এটির দাম ৬৫.৯০ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হচ্ছে।